মনের নিরব অবগাহন
যারে চাই মনে প্রাণে হৃদয়ের আকুতি টানে
ভবের লীলা প্রেমের মাজারে অমাবস্যার রাতের আধাঁরে
নীরহারা পাখিরা উড়ে ঝাঁকে ঝাঁকে
রাতের পরতে পরতে জোনাকিরা নাচে
হিমেল হাওয়ায় ভরে যায় মন
স্বপ্নের আধাঁরে খেলে বাশরি নিরঞ্জন।
তুমি এলে নাচে রাতের নিরবতা
গুঞ্জনে মুখরিত হয় মনের সরলতা
তুমি এলে হৃদয়ে উঠে স্পন্দন
ভালবাসার দ্বীপ শিখা দিয়ে আসে
রাত জাগা প্রকৃতি
মনের ভুলে হৃদয়ের দ্বার খুলে
আসে যদি প্রেমের অপস্বরী
স্বপ্নভাসরী দিয়ে তাকে সাজিয়ে আপন করে নিব জীবন তরী।
ভবের লীলা প্রেমের মাজারে অমাবস্যার রাতের আধাঁরে
নীরহারা পাখিরা উড়ে ঝাঁকে ঝাঁকে
রাতের পরতে পরতে জোনাকিরা নাচে
হিমেল হাওয়ায় ভরে যায় মন
স্বপ্নের আধাঁরে খেলে বাশরি নিরঞ্জন।
তুমি এলে নাচে রাতের নিরবতা
গুঞ্জনে মুখরিত হয় মনের সরলতা
তুমি এলে হৃদয়ে উঠে স্পন্দন
ভালবাসার দ্বীপ শিখা দিয়ে আসে
রাত জাগা প্রকৃতি
মনের ভুলে হৃদয়ের দ্বার খুলে
আসে যদি প্রেমের অপস্বরী
স্বপ্নভাসরী দিয়ে তাকে সাজিয়ে আপন করে নিব জীবন তরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫ভাল
-
স্বপন রোজারিও(১) ১৩/০৪/২০১৫খুব সুন্দর হয়েছে।