খুঁজে নেব তোমায়
আমার জীবনের লাল সূর্যটা আর আলো ছড়াবে না
পাংশু মেঘের মত জীবন ঘুরে বেড়াবেনা
তোমার আকাশে,
কেবল বিস্মৃতির অতলে ডুবে খুজঁবে আলো
পথ হারা পথিকের মত
শ্রাবণ মেঘের দিনে তুমি আর আমি মুখোমুখি
যেন শতাব্দী ধরে বসে আছি এক সাথে,
কালান্তর পেরিয়ে হয়তো আবার উঠবে ভোরের নতুন সূর্যোদয়
পাখির গানে কলরিত হবে শুভ্র সকাল,
আমার ভবিষ্যতের ছায়া রেখায় শুধু তোমার
নিরব জল ছবি উঁকি দিয়ে উঠে।
বসন্ত মাঝে নব ফুল সাজে
তোমারই আলপনায় আঁকা জীবনের নতুন
প্রকৃতির ছবি মিশে একাকার,
লাল আলোয়ভরা জীবনের শতরুপের মাঝে
ভালবাসার নতুন নিশান উড়ছে,
শুধু তোমারই প্রেমের বাতাস আমার হৃদয়ে বইছে।
তোমার নিশানার ব্রত নিয়ে আমি ঘুড়ছি হাজার বছর ধরে
এ পথ থেকে অন্য পথে,
আমি সারা জীবন কাটাতে চাই কেবল তোমারই হাতটি ধরে
তুমি বাঁশ বাগানের চাঁদ হয়ে যদি উঠ আমার হৃদয়াকাশে
আমি প্রেমের ঘুড়ি হয়ে খুঁজে নেব তোমায়
আমার হৃদয় রাজ্য হতে।
উত্তপ্ত বালুচরে একা পড়ে আছি এই আমি
যদি আবার ফিরে আস আমার প্রিয়া হয়ে তুমি।
পাংশু মেঘের মত জীবন ঘুরে বেড়াবেনা
তোমার আকাশে,
কেবল বিস্মৃতির অতলে ডুবে খুজঁবে আলো
পথ হারা পথিকের মত
শ্রাবণ মেঘের দিনে তুমি আর আমি মুখোমুখি
যেন শতাব্দী ধরে বসে আছি এক সাথে,
কালান্তর পেরিয়ে হয়তো আবার উঠবে ভোরের নতুন সূর্যোদয়
পাখির গানে কলরিত হবে শুভ্র সকাল,
আমার ভবিষ্যতের ছায়া রেখায় শুধু তোমার
নিরব জল ছবি উঁকি দিয়ে উঠে।
বসন্ত মাঝে নব ফুল সাজে
তোমারই আলপনায় আঁকা জীবনের নতুন
প্রকৃতির ছবি মিশে একাকার,
লাল আলোয়ভরা জীবনের শতরুপের মাঝে
ভালবাসার নতুন নিশান উড়ছে,
শুধু তোমারই প্রেমের বাতাস আমার হৃদয়ে বইছে।
তোমার নিশানার ব্রত নিয়ে আমি ঘুড়ছি হাজার বছর ধরে
এ পথ থেকে অন্য পথে,
আমি সারা জীবন কাটাতে চাই কেবল তোমারই হাতটি ধরে
তুমি বাঁশ বাগানের চাঁদ হয়ে যদি উঠ আমার হৃদয়াকাশে
আমি প্রেমের ঘুড়ি হয়ে খুঁজে নেব তোমায়
আমার হৃদয় রাজ্য হতে।
উত্তপ্ত বালুচরে একা পড়ে আছি এই আমি
যদি আবার ফিরে আস আমার প্রিয়া হয়ে তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Valobasa ka nia manus koto sundoree na likta parea
-
সাইদুর রহমান ০৮/০৪/২০১৫দারুণ লাগলো।
অনেক শুভেচ্ছা। -
সবুজ আহমেদ কক্স ০৮/০৪/২০১৫খুব সুন্দর ছন্দতা বেশ মিষ্টি
শুভ কামনা রইল
শুভ বিকাল -
স্বপন রোজারিও(১) ০৭/০৪/২০১৫চমৎকার হয়েছে।
-
মোঃ সাইফুল ইসলাম ০৭/০৪/২০১৫ভাল লাগল।