আমার প্রাণের আকুতি
মাঝে মাঝে একা একা আনমনে
ভাবি তোমায় সজতনে
দেখি হদয়ের নিবাসে তোমার বসত বাড়ি,
জেগেছে বালু চরে আশার প্রদ্বীপ
তুমি তাই একান্ত আমার সাথী
যাকে আমি মনের মত করে ভালবাসি।
এত ভালবাসি বলে
আমায় পড়াতে পার হাত কড়া
দিতে পার জেল জরিমানা,
সাথী মিনতি আমার
ভালবাসার ডোর ছেড়ে যেওনা আমায় একা ফেলে
ফুল কে করিওনা বেদনার বাশিঁ
হৃদয়ে দিওনা আর কান্নার উপমা।
তুমি আমার সারল্যে ভরা আমার প্রিয় ভালবাসা
মেঘলা দিনের হঠাৎ বৃষ্টি
তুমি আমার স্বপ্নের মাঝে অন্তত এক স্বপ্ন
আমার ভালোবাসার অমূল্য রত্ন।
ভাবি তোমায় সজতনে
দেখি হদয়ের নিবাসে তোমার বসত বাড়ি,
জেগেছে বালু চরে আশার প্রদ্বীপ
তুমি তাই একান্ত আমার সাথী
যাকে আমি মনের মত করে ভালবাসি।
এত ভালবাসি বলে
আমায় পড়াতে পার হাত কড়া
দিতে পার জেল জরিমানা,
সাথী মিনতি আমার
ভালবাসার ডোর ছেড়ে যেওনা আমায় একা ফেলে
ফুল কে করিওনা বেদনার বাশিঁ
হৃদয়ে দিওনা আর কান্নার উপমা।
তুমি আমার সারল্যে ভরা আমার প্রিয় ভালবাসা
মেঘলা দিনের হঠাৎ বৃষ্টি
তুমি আমার স্বপ্নের মাঝে অন্তত এক স্বপ্ন
আমার ভালোবাসার অমূল্য রত্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৪/০৪/২০১৫
-
ফারুক নুর ০৩/০৪/২০১৫সুন্দর লিখেছেন ।
-
দ্বীপ সরকার ০৩/০৪/২০১৫ভালো লাগলো।
-
কপিল দেব ০২/০৪/২০১৫প্রাণের আকুতি সত্যিই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবি !
ভাল লাগল
শুভ কামনা।