বেদনার হিমালয়
রাতের নিস্তব্ধতার মাঝে বৈশাখী ঝড়
যেমন সবকিছু ধ্বংস স্তুপে পরিণত করে,
তেমনি আমার হৃদয় ভেঙে চূড়ে
গড়ে তুলেছ বেদনার হিমালয়।
স্বপ্নের সরোবর মুছে দিয়ে
পর্বত সমান কষ্ট দিয়ে দিয়াছে ভরে,
অভিমান করে যদি ভালবাসার পূজারী থেকে ডাইনীতে পরিণত হও
এ ভালবাসার আছে কি মানে?
কাল বৈশাখী ঝড়,সমুদ্রের বুকে জেগে উঠা
হীম শৈল বরফ খন্ড,
যেমন পথের নিশানা দেয় উল্টে
তেমনি আমি আজ দিকবিদিক ঠিকানা বিহীন
এক পথ যাত্রী,
কোন বালু চরে করছি বসবাস।
তোমার ঠিকানা আমার কাছে বেদনাবিধুর
তোমার ভালোবাসা মিথ্যে ছলনার আঁধার
তোমার নিষ্পাপ দুনয়ন
আজ ডায়নীর রক্ত চোখ,
তুমি মিশে গেছ তোমার রুপের আলেয়ায়
আমি পথ ভ্রান্ত,দিক ভ্রান্ত
তোমার মায়াজালে মিশে হয়েছি একাকার।
যেমন সবকিছু ধ্বংস স্তুপে পরিণত করে,
তেমনি আমার হৃদয় ভেঙে চূড়ে
গড়ে তুলেছ বেদনার হিমালয়।
স্বপ্নের সরোবর মুছে দিয়ে
পর্বত সমান কষ্ট দিয়ে দিয়াছে ভরে,
অভিমান করে যদি ভালবাসার পূজারী থেকে ডাইনীতে পরিণত হও
এ ভালবাসার আছে কি মানে?
কাল বৈশাখী ঝড়,সমুদ্রের বুকে জেগে উঠা
হীম শৈল বরফ খন্ড,
যেমন পথের নিশানা দেয় উল্টে
তেমনি আমি আজ দিকবিদিক ঠিকানা বিহীন
এক পথ যাত্রী,
কোন বালু চরে করছি বসবাস।
তোমার ঠিকানা আমার কাছে বেদনাবিধুর
তোমার ভালোবাসা মিথ্যে ছলনার আঁধার
তোমার নিষ্পাপ দুনয়ন
আজ ডায়নীর রক্ত চোখ,
তুমি মিশে গেছ তোমার রুপের আলেয়ায়
আমি পথ ভ্রান্ত,দিক ভ্রান্ত
তোমার মায়াজালে মিশে হয়েছি একাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০২/০৪/২০১৫এত বেদনা কেন ?
-
পিয়ালী দত্ত ০১/০৪/২০১৫ভাল লাগল
-
সুলতান মাহমুদ ০১/০৪/২০১৫darun.
-
অ ৩১/০৩/২০১৫বেশ সুন্দর ।
ভাবনার গভীরতা আছে । -
ফারুক নুর ৩১/০৩/২০১৫খুব ভালো লাগলো কবি । শুভকামনা ......
-
স্বপন রোজারিও(১) ৩১/০৩/২০১৫চমৎকার।