হবে সত্যের বিজয়
শেষ হয়ে যাবে যদি আমার নিঠুর চাওয়া
তোমাকে পেয়েও হলনা পাওয়া,
আড়ালে আবডালে জীবন হলো শেষ
জীবন আমার ফিরে আসল হাপিত্যেশ।
এ বিরান ভূমিতে আমি আজ একলা নাগর
আমি ছাড়া সবই যেন আমার পর,
নিয়তির উপর ভর করে পেয়েছিলাম
তোমায় কাছে,
আজ যেন সবাই আমার কাছে মিছে।
তোমার হাতটি হলো না আর ধরা
তোমার গলায় হলোনা পড়ানো মালা,
মিথ্যের কাছে সত্য হল পরাজয়
জানি এ মিথ্যাকে একদিন ঢেকে দিবে সত্যের বিজয়।
পরানের গভীরে রেখেছি তোমায়
বেঁধে দিয়ে ভালোবাসার ডোর
জানি মেঘ কেটে উঠবেই রোদ্দুর।
তোমাকে পেয়েও হলনা পাওয়া,
আড়ালে আবডালে জীবন হলো শেষ
জীবন আমার ফিরে আসল হাপিত্যেশ।
এ বিরান ভূমিতে আমি আজ একলা নাগর
আমি ছাড়া সবই যেন আমার পর,
নিয়তির উপর ভর করে পেয়েছিলাম
তোমায় কাছে,
আজ যেন সবাই আমার কাছে মিছে।
তোমার হাতটি হলো না আর ধরা
তোমার গলায় হলোনা পড়ানো মালা,
মিথ্যের কাছে সত্য হল পরাজয়
জানি এ মিথ্যাকে একদিন ঢেকে দিবে সত্যের বিজয়।
পরানের গভীরে রেখেছি তোমায়
বেঁধে দিয়ে ভালোবাসার ডোর
জানি মেঘ কেটে উঠবেই রোদ্দুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Sotttar bijoy hobaee hobe
-
রইস উদ্দিন খান আকাশ ০১/০৪/২০১৫বেশ অাবেগ সম্পূর্ণ
-
অ ৩১/০৩/২০১৫দারুন.........।
-
দীপঙ্কর বেরা ৩১/০৩/২০১৫খুব সুন্দর
-
আবিদ আল আহসান ৩০/০৩/২০১৫সুন্দর লিখা
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৩/২০১৫বাহ বেশ লাগল।