আমি তোমায় দিলাম
আমার যত পংক্তিমালা সব আমি তোমায় দিলাম
আমার যত ভাললাগা,ভালবাসা সব আমি তোমায় দিলাম
আমি তোমায় দিলাম ভোরের শিশির ভেজা লাল গোলাপ
পূর্নিমা রাতের অপার জোৎস্না।
আমি তোমায় দিলাম জগতের সব ভাল অনুভূতিগুলো
আমি তোমায় দিলাম শিশুর মিষ্টি হাসি,মায়ের অফুরন্ত ভালবাসা
মেহনিত মানুষের সৎ শ্রমের মুজুরী পাওয়ার পর
সরল হাসি
আমি তোমায় দিলাম উড়ন্ত দুপুর খাঁখাঁ রোদ্দুর
অজানা স্বপ্নে ভেলার মায়া
বর্ষার অবিরল বৃষ্টি,জলধারা আর শরতের ফোটা পদ্ম,কাশফুল,
আর রংঙ্গিন প্রজাপ্রতি।
আমি তোমায় দিলাম
আমার সব সুখ স্বপ্নগুলো
নয়নাভিরাম পাহাড়ী সৌন্দর্য,বরফ ঢকা প্রকৃতি
মেঘ কেটে আকাশে উঠা রংধনুর সাত রং
উত্তরের বাতাস আর তরতাজা রজনীগন্ধা,
আমি তোমায় দিলাম আমার শত আশা আকাংখা
আর সুখ
আমি তোমায় দিলাম বিজয় দিবসের আনন্দ,
স্কুল শেষে ছেলে মেয়েদের বাড়িতে ফেরার অশেষ ফুল্লুধারা,
আমি তোমায় দিলাম সব বিখ্যাত কবিদের প্রিয় পংক্তিমালা
শিল্পীর মায়াবী সুর আর হৃদয়পটে অনিন্দ্য সুন্দর ছবি আঁকা,
আমার যত সুখ,স্বপ্ন,ভবিষ্যৎ সব তোমায় দিলাম
আর সব ব্যাথা ,বেদনা আর কষ্টগুলা কেবল আমারই থাক।
আমার যত ভাললাগা,ভালবাসা সব আমি তোমায় দিলাম
আমি তোমায় দিলাম ভোরের শিশির ভেজা লাল গোলাপ
পূর্নিমা রাতের অপার জোৎস্না।
আমি তোমায় দিলাম জগতের সব ভাল অনুভূতিগুলো
আমি তোমায় দিলাম শিশুর মিষ্টি হাসি,মায়ের অফুরন্ত ভালবাসা
মেহনিত মানুষের সৎ শ্রমের মুজুরী পাওয়ার পর
সরল হাসি
আমি তোমায় দিলাম উড়ন্ত দুপুর খাঁখাঁ রোদ্দুর
অজানা স্বপ্নে ভেলার মায়া
বর্ষার অবিরল বৃষ্টি,জলধারা আর শরতের ফোটা পদ্ম,কাশফুল,
আর রংঙ্গিন প্রজাপ্রতি।
আমি তোমায় দিলাম
আমার সব সুখ স্বপ্নগুলো
নয়নাভিরাম পাহাড়ী সৌন্দর্য,বরফ ঢকা প্রকৃতি
মেঘ কেটে আকাশে উঠা রংধনুর সাত রং
উত্তরের বাতাস আর তরতাজা রজনীগন্ধা,
আমি তোমায় দিলাম আমার শত আশা আকাংখা
আর সুখ
আমি তোমায় দিলাম বিজয় দিবসের আনন্দ,
স্কুল শেষে ছেলে মেয়েদের বাড়িতে ফেরার অশেষ ফুল্লুধারা,
আমি তোমায় দিলাম সব বিখ্যাত কবিদের প্রিয় পংক্তিমালা
শিল্পীর মায়াবী সুর আর হৃদয়পটে অনিন্দ্য সুন্দর ছবি আঁকা,
আমার যত সুখ,স্বপ্ন,ভবিষ্যৎ সব তোমায় দিলাম
আর সব ব্যাথা ,বেদনা আর কষ্টগুলা কেবল আমারই থাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৭/০৩/২০১৫মুগ্ধ হলেম
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৭/০৩/২০১৫সাধারণ কথায় আসাধারণ।
-
স্বপন রোজারিও(১) ২৭/০৩/২০১৫দিলেম তোমায় সবই
আমার আছে যা।
রেখ তুমি তা যতনে
দু:খ নিয়ো না।