স্বাধীন আমিনুল ইসলাম
স্বাধীন আমিনুল ইসলাম -এর ব্লগ
-
জানিনা তোমার দুচোখ আজ কাকে খোজেঁ
আমি তোমাকে চাই বাতাবি লেবু পাতার বাজে বাজে
একটানা বৃষ্টিতে উড়ে আকাশ ফড়িং
মনটা আজ করে যেন তিড়িং বিড়িং। [বিস্তারিত] -
যদি আলো নিভে যায় নিশি রাতে আমি একা
তোমায় ভেবে ভেবে দিশে হারা আর সবই যেন ফাঁকা;
যদি ঘুমের ঘোরে ভোর ভেবে শান্ত মনে চল নিরবিলি
তবে জীবনের পরতে দেখবে তুমি সবই যেন গুড়েবালি [বিস্তারিত] -
যদি ভাবনায় আস তুমি শেষ বিকেলের আভায়
অন্ধকারের মাঝে আমি খুঁজে নিব মনের জানালায়
প্রেম জানিনা প্রেম বুঝিনা শুধু তোমায় চিনি
তুমি আমার স্বপ্ন প্রিয়া আমি স্বপ্ন বলে মানি। [বিস্তারিত] -
হারাতে চাইনা তোমায় লুকাতে চাই হৃদয়ের মোহনায়
হারাতে চাইনা আমি আমার প্রিয় লাল গোলাপ
হারাতে চাই না তোমায় ভেবোনা পাগলের প্রলাপ।
সেই চাঁদমাখা রাত্রি দূর্বাদলে শিশিরভেজা [বিস্তারিত] -
হাজার রাত্রি তুমি কেমন আছ?
জীবনের সব আলো তোমার কাছে নিভে গেলো,
রাত্রি আমার অনেক প্রিয় রাত্রিকে বেশ বাসি ভালো
রাতের মাঝেই খুজেঁ পাই জীবনের যত আলো। [বিস্তারিত] -
জীবনে চলতে চলতে নানা রকম জটিলতা এসে ভর করে। এসব জটিলতা অনেক সময় কাটিয়ে উঠা যায়না। মনের পরতে পরতে যেন মিশে থাকে কি এক নিরাশার ভেলা।মেঘলা দিনের মত জীবনের কানায় কানায় জমে থাকে কালো মেঘ।এ কালো মেঘরে আড়ালে... [বিস্তারিত]
-
আগামীর পথে আমি নেশায় বিভোর এক জাগরিত প্রেমিক
তোমার উচ্ছল প্রেমের নেশায় জাগ্রত প্রতিক্ষন
পথ হারিয়ে যে আজ ভেসে বেড়ায় চারদিগন্তে।
স্বপ্নের আধারে মিশে যাওয়া মন [বিস্তারিত] -
যে সোনালী মুখগুলো দেখছিলাম ভার্সিটির ক্যাম্পাসে
আজ সে মুথ গুলো যেন একটু ভারভার।
অনেকের সাথ দেখা হয়না বহুদিন
ইন্টারনেটে,ফেসবুকে যাদের সরগম নিত্যদিন [বিস্তারিত] -
ভেবেছিলাম জীবনটা বুঝি অনেক সুখর এবং স্বপ্নের। আসলে তা নয়। জীবনের পরতে পরতে মিশে আছে নানা জটিলতা।এত ছোট মন মানুষিকতার মানুষের ভীরে চাকুরী করা যা্য়না। কয়েকদিনেই তা বেশ টের পেলাম। নতুন কলেজ, নতুন শিক্ষক,... [বিস্তারিত]
-
আধাঁরে ঢেকেছে সব
দু,একটা ভাল মানুষের জায়গায় হাজার ভন্ড মানুষের কলরব।
আধাঁরে ঢেকেছে সততা,সারল্য ,নৈতিকতা
আধাঁরে ঢেকেছে নিরন্তর মানবতা; [বিস্তারিত] -
মাঝ রাতে আজ যেন কে ডাকে আমায়
ঐ দূর সীমানায় কিসের শব্দ শোনা যায়।
পরানের গভীরে দিয়ে যায় ডাক
ভালবাসা এক নিত্য অভিরাম হাক। [বিস্তারিত] -
ভোরের কুয়াশায় খুঁজে ফিরি যারে
তার বসবাস মনের ভিতরে
অনন্ত দিনে যার জন্য হৃদয়ে ব্যাথা লাগে
সে আজ বাস করে কোন গগনে? [বিস্তারিত] -
খুব বেশি বৃষ্টি হয়েছে আজ। উত্তরের শিতল হাওয়া প্রাণে দোলা দিয়ে যায়। এত কোমলতা, এতো স্নিগ্ধতা মনটা যেন ফুরফুরে হয়ে যায়। জানালা দিয়ে বাহিরে তাকালে দূরের নীল পাহাড় গুলোকে যেন মনে হয় একবারে নিকটে। এত নিকট... [বিস্তারিত]
-
স্বপ্ন,বাস্তবতা,চাহিদা আকাংখা আর নিজেকে সময় দেয়া
সব যেন এলোমেলো হয়ে যায়
কোনটা ছেড়ে কোনটা ধরব?
বিনিদ্র রজনী,দূর থেকে ভেসে আসা অচেনা শব্দ [বিস্তারিত] -
এ কেমন নিষ্ঠুর আচরণ?
মানবিকতা আজ কোথায় গিয়ে ঠেকেছে
এই বর্বরতম রাজন হত্যার বিচার চাই
যে বিচারে রাজনের আত্মা শান্তি পাবে। [বিস্তারিত]