সংবাদ
সংবাদ
সুদর্শনা বিয়ের প্রথম রাতে বলেছিলো ডেকে কিরণময়কে
কিছু কথা বলি অভয় দিলে নির্ভয়ে
বছর সাতেক আগে এক প্রাতে,দেখা বরুণের সাথে
পলকে ভাল লাগে দেবালয়ে মাগি থাকে
দিনে দিনে পাড়ি দেই মাঝের দূরত্ব
ততদিনে প্রেম পেয়েছে অমরত্ব।
দুজনে দেবালয়ে হই মিলিত
চার চোখে স্বপ্ন, হই শিহরিত
খড়কুটায় বাঁধি ঘর এক মনে এই স্বপন
অরূপ রূপ দেখি তার, মরন
রক্ত দেখে উঠলো হেসে
তারপর কেটে গেছে বহু রাত,ঝরেছে কত রক্ত
তারপর ফিরে আসেছে আবার আজ।
উত্তরের জানলা খুলে দেখুন ভিখারী দাঁড়িয়ে
দয়া করুন,কাঙালের আর নেই কোন ধন।
সেই রাতের পর খবরে প্রকাশ হারানো সংবাদ।
সুদর্শনা বিয়ের প্রথম রাতে বলেছিলো ডেকে কিরণময়কে
কিছু কথা বলি অভয় দিলে নির্ভয়ে
বছর সাতেক আগে এক প্রাতে,দেখা বরুণের সাথে
পলকে ভাল লাগে দেবালয়ে মাগি থাকে
দিনে দিনে পাড়ি দেই মাঝের দূরত্ব
ততদিনে প্রেম পেয়েছে অমরত্ব।
দুজনে দেবালয়ে হই মিলিত
চার চোখে স্বপ্ন, হই শিহরিত
খড়কুটায় বাঁধি ঘর এক মনে এই স্বপন
অরূপ রূপ দেখি তার, মরন
রক্ত দেখে উঠলো হেসে
তারপর কেটে গেছে বহু রাত,ঝরেছে কত রক্ত
তারপর ফিরে আসেছে আবার আজ।
উত্তরের জানলা খুলে দেখুন ভিখারী দাঁড়িয়ে
দয়া করুন,কাঙালের আর নেই কোন ধন।
সেই রাতের পর খবরে প্রকাশ হারানো সংবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭ভাল লিখেছেন
-
সাঁঝের তারা ৩০/০৬/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৬/২০১৭বেশ!
-
মোনালিসা ২৯/০৬/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৬/২০১৭বেশ গল্পের ছলে।
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৯/০৬/২০১৭বাহ! খুব সুন্দর।
-
Abdullah Al Mamun ২৯/০৬/২০১৭Nice