বাবা
বাবা
অপদার্থ পুত্রের অঞ্জলী গ্রহণ কর।বছর দশেক হলো তুমি স্বর্গত। কেমন আছো বাবা আমাদের মায়া কটিয়ে ওপাড়ে।আজ কি দিবস জানো,বাবা দিবস।ওপাড়ের দিবসগুলোর নাম জানিও যদি থাকে।
জানো বাবা,তোমার ছোট নাতি নির্ভয় এখন দাদা ডাক শিখে গেছে।রোজ বার দশেক ডাকবেই,তার দা দা ডাক কি শুনতে পাও বাবা।শুনবে নাই'বা কেনো,বাবাদের কি দায়মুক্তি আছে তুমি বলো।
নয়ন,তোমার বড় নাতি।নাম মনে আছে তো বাবা,গত চিঠিতে জানিয়ে ছিলাম।দেখো বাবা আমি কেমন অপদার্থ,তুমি ভুলবে কেনো।জানতো নয়ন এখন তার দাদাকে চিনে,দেয়ালের বড় ছবিটা দেখিয়ে বলে আমার দাদু। বাবা দেখো আমার দাদু। দেবী দেখো আমার দাদু।আনন্দে মায়ের চোখে জল আসে।
বাবা মায়ের শরীর এখন অনেকটা ভাল,একবার এসে দেখে যেও।গত কয়দিন তোমাকে দেখলাম,তোমার অপদার্থ ছেলের কথা মনে পড়ে তবে তাই না বাবা।ভ্রমের ভুলে যদি যাই ভুলে,ক্ষমিও।
তোমার শরীরের দিকে খেয়াল রেখো,সময়ে সময়ে বাকিটুকু জানাবো বাবা।আজ রাখছি,পত্রপাঠে উত্তর দিতে ভুলো না।ভাল থেকো বাবা।
অপদার্থ পুত্রের অঞ্জলী গ্রহণ কর।বছর দশেক হলো তুমি স্বর্গত। কেমন আছো বাবা আমাদের মায়া কটিয়ে ওপাড়ে।আজ কি দিবস জানো,বাবা দিবস।ওপাড়ের দিবসগুলোর নাম জানিও যদি থাকে।
জানো বাবা,তোমার ছোট নাতি নির্ভয় এখন দাদা ডাক শিখে গেছে।রোজ বার দশেক ডাকবেই,তার দা দা ডাক কি শুনতে পাও বাবা।শুনবে নাই'বা কেনো,বাবাদের কি দায়মুক্তি আছে তুমি বলো।
নয়ন,তোমার বড় নাতি।নাম মনে আছে তো বাবা,গত চিঠিতে জানিয়ে ছিলাম।দেখো বাবা আমি কেমন অপদার্থ,তুমি ভুলবে কেনো।জানতো নয়ন এখন তার দাদাকে চিনে,দেয়ালের বড় ছবিটা দেখিয়ে বলে আমার দাদু। বাবা দেখো আমার দাদু। দেবী দেখো আমার দাদু।আনন্দে মায়ের চোখে জল আসে।
বাবা মায়ের শরীর এখন অনেকটা ভাল,একবার এসে দেখে যেও।গত কয়দিন তোমাকে দেখলাম,তোমার অপদার্থ ছেলের কথা মনে পড়ে তবে তাই না বাবা।ভ্রমের ভুলে যদি যাই ভুলে,ক্ষমিও।
তোমার শরীরের দিকে খেয়াল রেখো,সময়ে সময়ে বাকিটুকু জানাবো বাবা।আজ রাখছি,পত্রপাঠে উত্তর দিতে ভুলো না।ভাল থেকো বাবা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৩/০৭/২০১৭দারুণ
-
Tanju H ১৮/০৬/২০১৭ভালো লাগল ভাইয়া
শুভেচ্ছা নিবেন। -
সৌরভ তালুকদার ১৮/০৬/২০১৭বেশ ভালো লাগলো
-
পরশ ১৮/০৬/২০১৭ভাল