অভিশাপ
ঈশ্বর বলিনা আর তোমাকে,পরিচয় কি আছে?
অভিশাপ দেই আজ নিজেকে,জন্মে জেনেছি তোমাকে
সর্বশক্তিমান;সে ভ্রম আমার,ক্ষমতা দেখেছি দুর্বাঘাসে
কে লিখে কপালে,কেউ দেখেছে কোনকালে।
বিচার করবে তুমি মরনের পরে,শুনি কোন আদালতে
নিত্য পূজা লও তবে কোন অধিকারে।
রূপ ধরও কত,আমার জন্য কি করছো
রক্ত চাও,তবে গুনে দেখো,শেষ পূজা কবে পাবে।
জন্মবধির না'হলে খুনের রাতে ডেকছিলাম,শুনেছিলে
অন্ধের আবার ত্রিনয়ন,আমার পশ্চাতে কিছু দেখলে
সর্বশ্রেষ্ঠ করুনাপাত্র তুমি,বেঁচে থাকো দেখি কতকাল
সর্বশক্তিমান, তবে দেখি সম্মুখে এসে নিও প্রাণ।
ঈশ্বর;একটিবার বিচার করো,দেখি তোমার প্রকাশ।
ঈশ্বর;না'হয় দিলাম অভিশাপ,হউক তোমার নাশ।
অভিশাপ দেই আজ নিজেকে,জন্মে জেনেছি তোমাকে
সর্বশক্তিমান;সে ভ্রম আমার,ক্ষমতা দেখেছি দুর্বাঘাসে
কে লিখে কপালে,কেউ দেখেছে কোনকালে।
বিচার করবে তুমি মরনের পরে,শুনি কোন আদালতে
নিত্য পূজা লও তবে কোন অধিকারে।
রূপ ধরও কত,আমার জন্য কি করছো
রক্ত চাও,তবে গুনে দেখো,শেষ পূজা কবে পাবে।
জন্মবধির না'হলে খুনের রাতে ডেকছিলাম,শুনেছিলে
অন্ধের আবার ত্রিনয়ন,আমার পশ্চাতে কিছু দেখলে
সর্বশ্রেষ্ঠ করুনাপাত্র তুমি,বেঁচে থাকো দেখি কতকাল
সর্বশক্তিমান, তবে দেখি সম্মুখে এসে নিও প্রাণ।
ঈশ্বর;একটিবার বিচার করো,দেখি তোমার প্রকাশ।
ঈশ্বর;না'হয় দিলাম অভিশাপ,হউক তোমার নাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতাম মিঞা ০২/০৬/২০১৭চমৎকার!অভিভূত হলাম।বেশ দ্রোহের কাব্য।সুন্দর প্রশ্ন।
-
সাঁঝের তারা ৩০/০৫/২০১৭অনবদ্য
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭ভালো ভাবনা।
-
আলম সারওয়ার ২৯/০৫/২০১৭অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার