সর্বনাশী
আমার জীবনে তোমার উপস্থিতি ঝড় ওঠার আগের মুহুর্তের মতন বড্ড শান্ত।
আমার জীবনে তুমি যেন পুরনো জরাজীর্ণ বাড়ির মতন ভেঙে পরা ধুসর ধুলোর পুরু আস্তরণে ঢাকা।
আবার আমার জীবনে সেই তুমিই, নতুন বাড়ীর নতুন সাদা চাদরে ঢাকা আসবাবের মতন যেটা একবার সরালে অনেক কিছুরই সন্ধান পাওয়া যায়।
আমার জীবনে তুমি বীণার হঠাৎ ছিড়ে যাওয়া তারের মতন,যেখানে আর সুর তোলার সুযোগ থাকে না।
আমার জীবন থেকে তোমার চলে যাওয়াটাও কেমন যেন ১০০ থেকে
'একে শূণ্য দশের' বিচ্ছিন্নতা।
যেমন তোমার আগমনটাও এক ঘোর শীতের রাতে অকাল বৃষ্টির মতন ছিলো।।
শুধু তোমায় দোষ দেবো কেনো?? আমার জীবনটাও কেমন যেন ভেঙে যাওয়া মাটির পুতুলের মতন। যা আবার ছিলো তোমার মনের পুতুল খেলার ঘর। আমার জীবন যেন কেমন যেন এক সর্বনাশী নিস্তব্ধতায় আবদ্ধ ।।
ঐ ঐ শোন কোথায় গান বেজে চলেছে .......
"আমার সকল নিয়ে বসে আছি, সর্বনাশের আশায়"।।
আমার জীবনে তুমি যেন পুরনো জরাজীর্ণ বাড়ির মতন ভেঙে পরা ধুসর ধুলোর পুরু আস্তরণে ঢাকা।
আবার আমার জীবনে সেই তুমিই, নতুন বাড়ীর নতুন সাদা চাদরে ঢাকা আসবাবের মতন যেটা একবার সরালে অনেক কিছুরই সন্ধান পাওয়া যায়।
আমার জীবনে তুমি বীণার হঠাৎ ছিড়ে যাওয়া তারের মতন,যেখানে আর সুর তোলার সুযোগ থাকে না।
আমার জীবন থেকে তোমার চলে যাওয়াটাও কেমন যেন ১০০ থেকে
'একে শূণ্য দশের' বিচ্ছিন্নতা।
যেমন তোমার আগমনটাও এক ঘোর শীতের রাতে অকাল বৃষ্টির মতন ছিলো।।
শুধু তোমায় দোষ দেবো কেনো?? আমার জীবনটাও কেমন যেন ভেঙে যাওয়া মাটির পুতুলের মতন। যা আবার ছিলো তোমার মনের পুতুল খেলার ঘর। আমার জীবন যেন কেমন যেন এক সর্বনাশী নিস্তব্ধতায় আবদ্ধ ।।
ঐ ঐ শোন কোথায় গান বেজে চলেছে .......
"আমার সকল নিয়ে বসে আছি, সর্বনাশের আশায়"।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৭/১২/২০১৯ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১১/২০১৯ভালো।
ব্লগে স্বাগতম বন্ধু।