লাল নীল কথা
হিসাবের লাল নীল রঙের খেলা দেখো শুরু হয়ে গেছে ।
ঐ দেখো তুমি হিসাব কষে চলেছ অনবরত,
আমার ও কম হিসাব দেওয়ার নেই, আমিও কষছি তোমায় হারানোর হিসাব।
কিছু না পওয়ার মাঝেও অনেক প্রাপ্তি থাকে-
আকাশের রামধনু রঙ বলেছে আমায়। তাই তো এতো করে হিসাব গঙ্গায় নিজেকে ভাসাচ্ছি।
বুদ্ধ-ভূতুমের রূপকথার গল্প এর মাঝেও অনেক নীরবতা থাকে,
এটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল!
তোমারও কি অতো সময় লেগেছিল??
বারবার মন স্মরণ করিয়ে দেয় তোমার স্পর্শ।
কিন্তু এটা মানো কি? নিজের ছায়া কেই মানুষ স্পর্শ করতে পারেনা। তুমি তো অনেক দুরের কেউ। আয়নার সামনে দাড়িয়ে ও নিজেকে স্পর্শ করতে পারিনা। বড্ড ছুঁতে ইচ্ছা করে যে।
অন্ধকারের মাঝে প্রদীপ শিখা অনেক কষ্ট করে উত্সারিত করার পর হটাৎ যখন সেই শিখা নিভে যায়, মনে পরে কি তোমার মৃত্যুর হিসাবের কথা ??
তবু হিসাব অনেক হিসাব কষার থাকে জীবনে তোমার, আমার, সব্বার।।
■amarabati_basu■
ঐ দেখো তুমি হিসাব কষে চলেছ অনবরত,
আমার ও কম হিসাব দেওয়ার নেই, আমিও কষছি তোমায় হারানোর হিসাব।
কিছু না পওয়ার মাঝেও অনেক প্রাপ্তি থাকে-
আকাশের রামধনু রঙ বলেছে আমায়। তাই তো এতো করে হিসাব গঙ্গায় নিজেকে ভাসাচ্ছি।
বুদ্ধ-ভূতুমের রূপকথার গল্প এর মাঝেও অনেক নীরবতা থাকে,
এটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল!
তোমারও কি অতো সময় লেগেছিল??
বারবার মন স্মরণ করিয়ে দেয় তোমার স্পর্শ।
কিন্তু এটা মানো কি? নিজের ছায়া কেই মানুষ স্পর্শ করতে পারেনা। তুমি তো অনেক দুরের কেউ। আয়নার সামনে দাড়িয়ে ও নিজেকে স্পর্শ করতে পারিনা। বড্ড ছুঁতে ইচ্ছা করে যে।
অন্ধকারের মাঝে প্রদীপ শিখা অনেক কষ্ট করে উত্সারিত করার পর হটাৎ যখন সেই শিখা নিভে যায়, মনে পরে কি তোমার মৃত্যুর হিসাবের কথা ??
তবু হিসাব অনেক হিসাব কষার থাকে জীবনে তোমার, আমার, সব্বার।।
■amarabati_basu■
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইবনে নজরুল ০৪/১২/২০১৯বাস্তবতা কঠিন। দারুণ প্রকাশ করলেন কবি