ছিনতাই
কিছু আবেগ পুরনো দিনের সৃতি,
জমানো গল্প আর সাজানো প্রীতি।
চলতে থাকে বেশ টিক টিক ঘড়ি
নিমেষে শেষ হয় যত্নে রাখা গ্যালারি।
একটি ফোনে কি না থাকে আমাদের?
কত অচেনা, চেনা মুখ পরিবারের।
কত হারিয়ে যাওয়া মানুষের ছবি
কত শেষ বিকেলে অন্ত যাওয়া রবি।
ফোন বর্তী প্রিয় মুখ কে-বা না রাখে?
প্রিয় জনের চেয়ে ফোন যত্নে থাকে।
প্রিয় জন সর্বক্ষণ যদি না রয় কাছে!
বর্তমানে ফোন থাকবে সবার পাছে।
ছেড়ে যায় প্রিয় মানুষ অভিমানে
ফোনটা রয়ে যায় জীবনের অভিধানে,
জীবনের গল্প গুলো মুছে যায় তাই
চোখের পলকে যদি হয় ছিনতাই।
জমানো গল্প আর সাজানো প্রীতি।
চলতে থাকে বেশ টিক টিক ঘড়ি
নিমেষে শেষ হয় যত্নে রাখা গ্যালারি।
একটি ফোনে কি না থাকে আমাদের?
কত অচেনা, চেনা মুখ পরিবারের।
কত হারিয়ে যাওয়া মানুষের ছবি
কত শেষ বিকেলে অন্ত যাওয়া রবি।
ফোন বর্তী প্রিয় মুখ কে-বা না রাখে?
প্রিয় জনের চেয়ে ফোন যত্নে থাকে।
প্রিয় জন সর্বক্ষণ যদি না রয় কাছে!
বর্তমানে ফোন থাকবে সবার পাছে।
ছেড়ে যায় প্রিয় মানুষ অভিমানে
ফোনটা রয়ে যায় জীবনের অভিধানে,
জীবনের গল্প গুলো মুছে যায় তাই
চোখের পলকে যদি হয় ছিনতাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ১০/০১/২০২৩দারুন প্রকাশ। সুন্দর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৭/২০২২সবকিছুই একদিন ছিনতাই হবেরে ভাই।
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২২মনোমুগ্ধকর
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/০৭/২০২২বেশ বলেছেন!
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২২অনন্য