বৃষ্টি এলো রে
বৃষ্টি এলো রে বৃষ্টি পড়ে ঝুম
বৃষ্টি এলে খুশি ছোট্ট খুকি
হঠাৎ করে লাফিয়ে উঠে ঘুম,
মুখটি বেজায় লাগে সুখী।
বৃষ্ট পড়ে খানিক থামে ঝরে
বৃষ্টি এলে দুষ্টর দল আর,
একটুখানি রইতে চায়না ঘরে
সব বাধা লাফিয়ে হবে পার।
সকাল বেলা নামলো যে তার
এই বেলা, নাই ত ঝরার শেষ
মুষলধারা বৃষ্টি, বৃষ্টি টৈ টুম্বুর
খুব দ্রুত ভেজল সারা দেশ।
বৃষ্টি এলো রে বৃষ্টি পরে ঝুম
এমন অধিক বৃষ্টি হলে তবে
এক নিমেষে ভাঙবে সবার ঘুম
কেউ ত নেই একটু খুশি রবে।
আকাশ যেমন ফুটো হলো
চারপাশটা বেজায় নিঝুম,
ঐ রামধনুক ও রং হারালো
কান্ডটা কি পরল পারায় ধুম।
বৃষ্টি এলে খুশি ছোট্ট খুকি
হঠাৎ করে লাফিয়ে উঠে ঘুম,
মুখটি বেজায় লাগে সুখী।
বৃষ্ট পড়ে খানিক থামে ঝরে
বৃষ্টি এলে দুষ্টর দল আর,
একটুখানি রইতে চায়না ঘরে
সব বাধা লাফিয়ে হবে পার।
সকাল বেলা নামলো যে তার
এই বেলা, নাই ত ঝরার শেষ
মুষলধারা বৃষ্টি, বৃষ্টি টৈ টুম্বুর
খুব দ্রুত ভেজল সারা দেশ।
বৃষ্টি এলো রে বৃষ্টি পরে ঝুম
এমন অধিক বৃষ্টি হলে তবে
এক নিমেষে ভাঙবে সবার ঘুম
কেউ ত নেই একটু খুশি রবে।
আকাশ যেমন ফুটো হলো
চারপাশটা বেজায় নিঝুম,
ঐ রামধনুক ও রং হারালো
কান্ডটা কি পরল পারায় ধুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ৩১/০৮/২০২১মনের ঘরে বৃষ্টি নাড়া দিয়ে যাক কবিকে।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৮/২০২১বেশ বেশ।
-
অভিজিৎ হালদার ৩০/০৮/২০২১ভালো কবিতা
-
ডাঃঅলোক সরকার ২৯/০৮/২০২১ছোট বেলা ফিরে পেলাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৮/২০২১ভাল।
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২১সুগভীর ভাবের প্রকাশ ঘটেছে কবিতায়।