ভাঙা তরী
ভেঙ্গে যাওয়া তরী গুলো
পরে রয় কিনারে,
বেদনা মাখা দুঃখ যত
উঁকি দেয় ঘরে।
একটু সুখের আসা নিয়ে
পারি দেয় গাঙে,
ছোট্ট স্বপ্নের ঘর গুলো সব
উজান নদী ভাঙ্গে।
হরেক রঙ্গের জালের মধ্যে
স্বপ্ন গুলো বুনে,
ভাগ্য দেবী সহায় হলে
সুখ পায় তব মনে।
ঝড় বাতাস আর রৌদ্রে পুরে
সিন্ধু মাঝে ভেসে,
কতটুকু আর হাসি রয়
তীরে ফিরে এসে?
জাল গুলো হয় নিবে কেরে
দস্যু হায়না,
না হয় মহাজন মহাশয়
ধরবে নতুন বায়না,
তা-না হলে আসবে
ঋণের বোঝা যত,
আর না হয় বাচ্চা বউয়ের
বায়না শত শত।
সবার কথা রাখতে গিয়ে
ধরবে জেলে মাথা,
ভেঙে যাওয়া তরীর মাঝে
লক্ষ জেলের কথা।
পরে রয় কিনারে,
বেদনা মাখা দুঃখ যত
উঁকি দেয় ঘরে।
একটু সুখের আসা নিয়ে
পারি দেয় গাঙে,
ছোট্ট স্বপ্নের ঘর গুলো সব
উজান নদী ভাঙ্গে।
হরেক রঙ্গের জালের মধ্যে
স্বপ্ন গুলো বুনে,
ভাগ্য দেবী সহায় হলে
সুখ পায় তব মনে।
ঝড় বাতাস আর রৌদ্রে পুরে
সিন্ধু মাঝে ভেসে,
কতটুকু আর হাসি রয়
তীরে ফিরে এসে?
জাল গুলো হয় নিবে কেরে
দস্যু হায়না,
না হয় মহাজন মহাশয়
ধরবে নতুন বায়না,
তা-না হলে আসবে
ঋণের বোঝা যত,
আর না হয় বাচ্চা বউয়ের
বায়না শত শত।
সবার কথা রাখতে গিয়ে
ধরবে জেলে মাথা,
ভেঙে যাওয়া তরীর মাঝে
লক্ষ জেলের কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ২৮/০৮/২০২১ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
-
জামাল উদ্দিন জীবন ২৮/০৮/২০২১বেশ।
-
অভিজিৎ হালদার ২৬/০৮/২০২১সুন্দর ভাবনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৮/২০২১খুব সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ২৬/০৮/২০২১বেশ বাউলিপনার প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২১সত্যিই ভাঙ্গা তরীর মাঝে লক্ষ জেলের জীবন
-
শমসের শেখ ২৫/০৮/২০২১কবি জেলেদের জীবনসংগ্রামের বিভিন্ন দিক নিয়ে সুন্দর লিখেছেন। সত্যি নিখুঁত মনোভাব এর সুন্দর প্রকাশ। সত্যি অসাধারণ।