রঙ্গিন মন
অবাগার পোরা কপাল
ঘটি শুন্য নেই চাল,
কথা বলে কি যা তা
খাবে নাকি লতা-পাতা।
অভাবের আর নেই শেষ
কি না করে কষ্ট ক্লেশ,
দুঃখ পেছন অন্তহীন
অবাগার মন অনেক রঙ্গিন।
খাচ্ছে না তো হচ্ছে কি আর
দিচ্ছে বিলে যা ছিল তার,
থাকবে কি আর শুন্য ঘটি?
বিলিয়ে দিল চরণ চটি।
হাসলো দেখে ভিক্ষা ভাটি
কেঁদে চাইলেন দু'খানা রুটি,
নিচু শীরে খানিক থেকে চুপ
আবাগার মন কত রঙ্গিন
দেখালেন তার রুপ।
ঘটি শুন্য নেই চাল,
কথা বলে কি যা তা
খাবে নাকি লতা-পাতা।
অভাবের আর নেই শেষ
কি না করে কষ্ট ক্লেশ,
দুঃখ পেছন অন্তহীন
অবাগার মন অনেক রঙ্গিন।
খাচ্ছে না তো হচ্ছে কি আর
দিচ্ছে বিলে যা ছিল তার,
থাকবে কি আর শুন্য ঘটি?
বিলিয়ে দিল চরণ চটি।
হাসলো দেখে ভিক্ষা ভাটি
কেঁদে চাইলেন দু'খানা রুটি,
নিচু শীরে খানিক থেকে চুপ
আবাগার মন কত রঙ্গিন
দেখালেন তার রুপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২৫/০৮/২০২১মনে যদি অহংকার না থাকে তাইলে অনেক রঙ্গিন থাকে। অবাগার দুরবস্থা তারকাছেও ভিক্ষুক হাত পাতে। লজ্জায় অবাগা মাথা নিচু করে দেখলো ভিক্ষুকের পায়ে জুতা নেই। তার কাছে সাহায্যের কিছুই ছিলো না তাই সে তার জুতা দান করে দেয়। কবিতায় কবি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ কবি এত সুন্দর প্রকাশ এর জন্য। শুভকামনা।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৮/২০২১অভাগার মন ভালো।
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২১Excellent