বর্জিত বিশ
যে বিশ আমি বর্জন করেছি,
বারংবার সে বিশ আমার সম্মুখে;
সুধু খেলা করে,আামি অবহেলা করি
তবুও সে বিশ সম্মুখ পানে।
কেউ ঢেলে দেয় কথার ছলে
ইচ্ছে করে সে বিশ পান করি,
মরি, মরি আমি প্রতি ক্ষনে।
যত দূরে ঠেলে নেই অহেতুক বাণী
তত ব্যাথা দেয় অকারণে,
নেহাৎ মরিব কেন বা বেচে রব
বেচে থাকা হয় যদি মরার সমান,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
কথা সে তো নয়,যেন বিশ ঢেলে দেয়
কতটা সময় থাকা যায় নিয়ে অবহেলা।
মাঝে মাঝে মনে হয় এ জীবন নয়,
যেন পুতুল পুতুল খেলা।
অবহেলা আর অবমাননায়
হারালাম সব-ই যা ছিল অর্জন,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
এজীবনে সুখ পেলাম না
সারল না আর মনের অসুখ,
সাঝঁ কিংবা সন্ধ্যা নেই তবুও
কথার ছলে ঝরে যদি বিশের বর্ষণ;
ইচ্ছে করে আবার আমি সে বিশ
বেছে নেই,মন থেকে যে বিশ করেছি বর্জন।
বারংবার সে বিশ আমার সম্মুখে;
সুধু খেলা করে,আামি অবহেলা করি
তবুও সে বিশ সম্মুখ পানে।
কেউ ঢেলে দেয় কথার ছলে
ইচ্ছে করে সে বিশ পান করি,
মরি, মরি আমি প্রতি ক্ষনে।
যত দূরে ঠেলে নেই অহেতুক বাণী
তত ব্যাথা দেয় অকারণে,
নেহাৎ মরিব কেন বা বেচে রব
বেচে থাকা হয় যদি মরার সমান,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
কথা সে তো নয়,যেন বিশ ঢেলে দেয়
কতটা সময় থাকা যায় নিয়ে অবহেলা।
মাঝে মাঝে মনে হয় এ জীবন নয়,
যেন পুতুল পুতুল খেলা।
অবহেলা আর অবমাননায়
হারালাম সব-ই যা ছিল অর্জন,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
এজীবনে সুখ পেলাম না
সারল না আর মনের অসুখ,
সাঝঁ কিংবা সন্ধ্যা নেই তবুও
কথার ছলে ঝরে যদি বিশের বর্ষণ;
ইচ্ছে করে আবার আমি সে বিশ
বেছে নেই,মন থেকে যে বিশ করেছি বর্জন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২৫/০৮/২০২১কবি ঠিক বলেছেন যখন আমরা শুধরাইতে যাই আর তখন যদি সমাজ আমাদের সাহায্যে না করে বার বার যদি একই কথা তিরস্কার করা হয় তখন সেই ভুল করে না থাকলেও করে ফেলতে ইচ্ছে করে। কথার যন্ত্রণা কত কষ্টের সুধু ভুক্তভোগী বুঝে। অসাধারণ লিখেছেন কবি। ধন্যবাদ।
-
জামাল উদ্দিন জীবন ২২/০৮/২০২১কবি সকলে কোন কোন বিশে অসক্ত সুন্দর বলেছেন।
-
তামিম ইসলাম ২১/০৮/২০২১সুন্দর বলছেন.!
-
আলমগীর সরকার লিটন ২১/০৮/২০২১বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ২০/০৮/২০২১অসামান্য উপস্থাপনে ভালো লাগা অপরিসীম