আমান শেখ
আমান শেখ -এর ব্লগ
ক্রমানুসার:
-
কিছু আবেগ পুরনো দিনের সৃতি,
জমানো গল্প আর সাজানো প্রীতি।
চলতে থাকে বেশ টিক টিক ঘড়ি
নিমেষে শেষ হয় যত্নে রাখা গ্যালারি। [বিস্তারিত] -
বৃষ্টি এলো রে বৃষ্টি পড়ে ঝুম
বৃষ্টি এলে খুশি ছোট্ট খুকি
হঠাৎ করে লাফিয়ে উঠে ঘুম,
মুখটি বেজায় লাগে সুখী। [বিস্তারিত] -
ভেঙ্গে যাওয়া তরী গুলো
পরে রয় কিনারে,
বেদনা মাখা দুঃখ যত
উঁকি দেয় ঘরে। [বিস্তারিত] -
অবাগার পোরা কপাল
ঘটি শুন্য নেই চাল,
কথা বলে কি যা তা
খাবে নাকি লতা-পাতা। [বিস্তারিত] -
যে বিশ আমি বর্জন করেছি,
বারংবার সে বিশ আমার সম্মুখে;
সুধু খেলা করে,আামি অবহেলা করি
তবুও সে বিশ সম্মুখ পানে। [বিস্তারিত]