অভিমানী আশা
কেন এত অভিমান ওগো প্রিয়শী,
নীরব তবুও মনে ভালোবাসা পূশি।
ভালোবাসি তোমাকে বুঝে নিয়ো প্রিয়া,
তোমার অভিমানে সুধু কাদে হিয়া।
কেন তুমি বারে বারে করো এত অভিমান,
মাঝেমধ্যে ইচ্ছে হয় এজীবন সপে দিয়ে
রেখে যাই প্রতিদান।
কি যে মায়া চোখে তোমার সুধু কাছে টানে,
তোমার স্থান কতটুকু অন্তর জমিন জানে।
অভিমান দূরে ঠেলে কাছে টেনে নাও,
সুধু ভালবাসা দিয়ে এজীবন রাঙিয়ে দাও।
নীরব তবুও মনে ভালোবাসা পূশি।
ভালোবাসি তোমাকে বুঝে নিয়ো প্রিয়া,
তোমার অভিমানে সুধু কাদে হিয়া।
কেন তুমি বারে বারে করো এত অভিমান,
মাঝেমধ্যে ইচ্ছে হয় এজীবন সপে দিয়ে
রেখে যাই প্রতিদান।
কি যে মায়া চোখে তোমার সুধু কাছে টানে,
তোমার স্থান কতটুকু অন্তর জমিন জানে।
অভিমান দূরে ঠেলে কাছে টেনে নাও,
সুধু ভালবাসা দিয়ে এজীবন রাঙিয়ে দাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ১৮/০৭/২০২১
-
ফয়জুল মহী ১৫/০৭/২০২১Wonderful
-
অভিজিৎ হালদার ১৪/০৭/২০২১ভালো
-
অনিমেষ চক্রবর্তী ১৪/০৭/২০২১সুন্দর
-
Md. Rayhan Kazi ১৪/০৭/২০২১চমৎকার
-
বিপ্লব খান ১৪/০৭/২০২১দারুন লিখেছেন।
প্রেমের আকুতির সুন্দর প্রকাশ।বানান গুলো ঠিক করে নেবেন কবি।টাইপিং মিসটেক বোধহয়।শুভেচ্ছা রইলো।