জিতনিদ্র আশা
গভীর রজনী নিবিড় ধরনী,
রাতের আঁধারে বিটপীরাও,
লুটিয়ে পড়লো কত সহস্র নিদ্রায়।
হিমকর নক্ষত্র বিলীন হলো মহাকাশে।
প্রকৃতি কোলাহল শূন্য ধরণী অগাধ নিস্তব্ধ,
তখনও টিক টিক চলছিল তোমার স্পন্দন,
সত্যি তোমার তুলনা আমি কিসে দেবো?
তুমি যে হাজার নয়, লক্ষ নয়,
সহস্রাধিক পুরনো হৃদয়ের ক্রন্দন।
তুমি গভীর সমুদ্রে ভাসমান নাবিকের
পালতোলা জাহাজের পতাকা,
তুমি মহাকাশ বুকে উদীয়মান তারকা।
তুমি হারবার নয় তুমি হারাবার নয়,
তুমি সুখ নেবার নয়,
তুমি হলে নিজ সুখ টুকু লুটিয়ে
গভীর রজনীতে অশ্রু নয়নে হাসা!
তুমি সে, হৃদাসন যার
অনন্তকাল হৃদয় গহীনে লুকিয়ে রাখা,
মহাকাল সেরা হৃদয়মাঝে
সুপ্ত বেঁচে থাকার "জিতনিদ্র আশা"।
রাতের আঁধারে বিটপীরাও,
লুটিয়ে পড়লো কত সহস্র নিদ্রায়।
হিমকর নক্ষত্র বিলীন হলো মহাকাশে।
প্রকৃতি কোলাহল শূন্য ধরণী অগাধ নিস্তব্ধ,
তখনও টিক টিক চলছিল তোমার স্পন্দন,
সত্যি তোমার তুলনা আমি কিসে দেবো?
তুমি যে হাজার নয়, লক্ষ নয়,
সহস্রাধিক পুরনো হৃদয়ের ক্রন্দন।
তুমি গভীর সমুদ্রে ভাসমান নাবিকের
পালতোলা জাহাজের পতাকা,
তুমি মহাকাশ বুকে উদীয়মান তারকা।
তুমি হারবার নয় তুমি হারাবার নয়,
তুমি সুখ নেবার নয়,
তুমি হলে নিজ সুখ টুকু লুটিয়ে
গভীর রজনীতে অশ্রু নয়নে হাসা!
তুমি সে, হৃদাসন যার
অনন্তকাল হৃদয় গহীনে লুকিয়ে রাখা,
মহাকাল সেরা হৃদয়মাঝে
সুপ্ত বেঁচে থাকার "জিতনিদ্র আশা"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১অসাধারণ প্রতিভাবান
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২১অসীম সুন্দর উপস্থাপন, খুব ভালো লাগলো ,
-
অভিজিৎ হালদার ১২/০৭/২০২১ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৭/২০২১ভালো।