www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে আসা

তোমাকে ছেরে চলে যাব বলে ফিরে আসিনি
তোমার প্রেমে থাকব ডুবে তাই বলে ভাসিনি।
তোমাকে কখনো চোখের জলে ভাসাব বলে ফিরে আসিনি
জল গুলো মুছে দিব, তানাহলে আমি যে- চির ঋনি।
আমার ফিরে আসায় ছিলনা কোন অভিনাশী সূর
যা তোমায় ঠেলে দিবে দূর বহুদূর!
মনের দরজা খুলে শুন ভালবাসার এ বীণা-
যে সূরের কথা বাধতে চায় মিলন মোহনা।
বলো: ফিরে আসার পর পেয়েছিলে কি আর কোন ভূল?
                               তোমাকে দিয়েছি একটু কষ্ট,
                            পেয়েছ কোন অভিশ্বাসের ছাপ!
                         নাকি পেয়েছিলে কোন নির্ঘূম রাত?
তাহলে বলো এ-জীবন সপে দিয়ে
তোমার হাতেই নিব শেষ তৃন্ষার জল!!
আমার ফিরে আসার মাঝে ছিলনা কোন ছলনা-
চলে এসেছি পোহাতে দিবনা বলে বেদনা-
তোমার প্রে-ম মায়ায় ধরা দিয়েছি হয়ে নির্ভোধ
হাত দুটি ধরে স্বপ্ন দেখতেই-
                   চোখে দেখতে পেলাম প্রতিশোধ।
আমি যানি ভালবাসায় প্রতিশোধ বলতে কিছু নেই
তবুও তোমার মাঝে প্রতিশোধের নেশা-
তুমি আমাকে অনেক ভালবাস
        তবে জানিনা এ-কেমন ভালবাসা।
তুমি এটা যেনে রেখ দ্বীতিয় কোন কারণ নয় এই ফিরে আসা
এ যেন তোমার ভালবাসার পূর্ণ রূপ আমার ভালবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৭/১২/২০১৬
    যত দিন যাচ্ছে আপনার কলম ততই শানিত হচ্ছে !অনেক ভাল।
 
Quantcast