হৃদয়ে তুমি
শ্রাবণের মেঘলা আকাশে
একফালি রোদের মত
উঁকি দিয়ে চলে যাও কেনো?
সারা অঙ্গ রাঙ্গিয়ে দিয়ে
থেকে যেতে পারো না,
বৃক্ষ হয়ে বুনো।
তোমার আর্বিভাব
আমি যখন লক্ষ করি,
হঠাৎ করে,
ঠিক তখনি কেন জানি
অবাক এক ঘোমটা পরে,
যাও সরে।
তুমি আসবে বলে
দৃষ্টির দৃষ্টতা গগণ কোণে রাখি,
চলে যাবে যাবে চলে,
এই ভাবনায় আনমনা থাকি।
জানিনা কি অপরাধে
ঝরো-ঝরো ঝরে শ্রাবণ কণা!
তুমি আসবে বলে
আগলিয়ে সে পথে,
কালো হয়ে বাঁধে ফনা।
কখনো বুঝতে পারি না
কি ব্যাথা বুকে তাহার,
কেন এই অজস্র শ্রাবণ;
আধো দেখিনা কভুও দেখবো কিনা
রৌদ্রকে বুকে নিয়ে করবে আপন!
শ্রাবণের হৃদয় গগণে
রৌদ্রের ঠাঁই হবে কিনা জানিনা,
তবে আমার হৃদয়ে শুধু
তোমার স্থান, নেই কোন বিরহবীণা।
একফালি রোদের মত
উঁকি দিয়ে চলে যাও কেনো?
সারা অঙ্গ রাঙ্গিয়ে দিয়ে
থেকে যেতে পারো না,
বৃক্ষ হয়ে বুনো।
তোমার আর্বিভাব
আমি যখন লক্ষ করি,
হঠাৎ করে,
ঠিক তখনি কেন জানি
অবাক এক ঘোমটা পরে,
যাও সরে।
তুমি আসবে বলে
দৃষ্টির দৃষ্টতা গগণ কোণে রাখি,
চলে যাবে যাবে চলে,
এই ভাবনায় আনমনা থাকি।
জানিনা কি অপরাধে
ঝরো-ঝরো ঝরে শ্রাবণ কণা!
তুমি আসবে বলে
আগলিয়ে সে পথে,
কালো হয়ে বাঁধে ফনা।
কখনো বুঝতে পারি না
কি ব্যাথা বুকে তাহার,
কেন এই অজস্র শ্রাবণ;
আধো দেখিনা কভুও দেখবো কিনা
রৌদ্রকে বুকে নিয়ে করবে আপন!
শ্রাবণের হৃদয় গগণে
রৌদ্রের ঠাঁই হবে কিনা জানিনা,
তবে আমার হৃদয়ে শুধু
তোমার স্থান, নেই কোন বিরহবীণা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবি ২৪/০৪/২০১৯খুব সুন্দর
-
মোঃ জুলফিকার আলী ২৫/১২/২০১৬অনেক সু্ন্দর। ধন্যবাদ।
-
মোঃ মুলুক আহমেদ ১৩/১২/২০১৫ভালো|
-
মৃণ্ময় আলম ০১/১১/২০১৫ভাল লাগলো দাদা
-
অ ২৪/১০/২০১৫সুন্দর লাগল কবিতাটি ।
শুভেচ্ছা রইল । -
মোঃনাজমুল হাসান ২৩/১০/২০১৫ভালো লাগলো
-
মুরাদ হোসেন ২৩/১০/২০১৫সুন্দর
-
রাশেদ খাঁন ২১/১০/২০১৫সুন্দর
-
রুহুল আমীন রৌদ্র. ২১/১০/২০১৫মনপ্রাণ ছুঁয়ে যাওয়া কবিতা।
-
মাহফুজুর রহমান ২১/১০/২০১৫কবিতা লিখতে হলে পড়াশুনা লাগে , আর কিছু বলতে পারবনা !!!
-
ঋজু কবি ২১/১০/২০১৫খুব সুন্দর লেখনী । বানান গুলো দেখবেন কবিবন্ধু ।
-
এম এস সজীব ২১/১০/২০১৫Very nice
-
Md. Ashik Hossain Rone ২০/১০/২০১৫সুন্দর লিখেছেন কবি।