সবাই কবি
ফুল ঝড়লে ভ্রমর আসে
শুকিয়ে এলে গন্ধে ভাসে,
শুষ্ক ফুলে বাঁধি ফুলের তোরা
এভাবেই ইচ্ছে মত লিখি মোরা!
নিজেরাই সব ইচ্ছে ভাবি
আমরা সবাই কবি!
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি।॥
ছায়ার মধ্যে আলো দেখি
রোদ্র দেখি রাতে,
মোড়গের সাথে বিড়ালের বিয়ে
কিছু কবিতায় থাকে।
ভরদুপুরে উঠলে শশী
মধ্যরাতে রবি,
আমরা সবাই কবি
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি॥
গগণ জুরে নীল থাকলেও
ছন্দ ভাসে জলে,
মনের মধ্যে মিল থাকলেও
বিরহ কবিতায় বলে।
শ্রুবণচোখে ভেসে উঠে
শত বিরহের ছবি,
আমরা সবাই কবি!
কবিদের-ই বর্তমান যুগে,
তবুও অমরা সবাই কবি তারুণ্য ব্লগে॥
শুকিয়ে এলে গন্ধে ভাসে,
শুষ্ক ফুলে বাঁধি ফুলের তোরা
এভাবেই ইচ্ছে মত লিখি মোরা!
নিজেরাই সব ইচ্ছে ভাবি
আমরা সবাই কবি!
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি।॥
ছায়ার মধ্যে আলো দেখি
রোদ্র দেখি রাতে,
মোড়গের সাথে বিড়ালের বিয়ে
কিছু কবিতায় থাকে।
ভরদুপুরে উঠলে শশী
মধ্যরাতে রবি,
আমরা সবাই কবি
কবিদের এই মিলন মেলাতে
আমরা সবাই কবি॥
গগণ জুরে নীল থাকলেও
ছন্দ ভাসে জলে,
মনের মধ্যে মিল থাকলেও
বিরহ কবিতায় বলে।
শ্রুবণচোখে ভেসে উঠে
শত বিরহের ছবি,
আমরা সবাই কবি!
কবিদের-ই বর্তমান যুগে,
তবুও অমরা সবাই কবি তারুণ্য ব্লগে॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহফুজুর রহমান ২১/১০/২০১৫ভাইরে আপনার মতন কবি (!!!!!!) থাকলে বাংলা সাহিত্যের বারোটা বাজতে দেরি হবে না ।
-
এস এম সাব্বির ১৭/১০/২০১৫ভালো...কবি
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/১০/২০১৫চমৎকার
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৫/১০/২০১৫চমৎকার বলেছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন “আমরা সবাই কবি”!!! বুঝেলে অনেক কিছু; না বুঝলে ছাই.....।
-
শরীফ আহমেদ ১৫/১০/২০১৫বেশ ভাল লিখা
-
দীপঙ্কর বেরা ১৫/১০/২০১৫ভাল