রংহীন তুলি
তুলির রং-এ রাঙ্গিয়ে যায়
শিল্পীর মন,
তাতে কি সাজাতে পারে
কভু 'এলোমেলো' জীবন?
মাঝে যার থাকে শুধু
সাত রং-এর-ই মেলা,
সাত রং-এ শত রং হয়
যায় কি আঁকা তবুও
জীবনের বেলা?
তুলির রং-এ উঠে ফুটে
জীবনের-ই গল্প,
কিছু পথ খুঁজে পায়
জীবন হলেও স্বল্প!
তুলির রং-এ কখনো
সারা জীবন সাজে?
হয়তো তুলি নামের
কোন আদম আসতে হয়
শিল্পীর জীবন মাঝে।
শিল্পী তাই আপন মনে
শিল্প ছড়ায়,
কখন যেন তুলি এসে
জীবনে জরায়॥
আঁখি হবে কাজল কালো
দীঘল হবে চুল,
শিল্পীর রং-এ আঁকা অদৃশ্য
দৃশ্যে নেই যেন ভূল।
মায়া মাধুরি মাখা চেহারা
হালকা-পাতলা গায়!
যাকে নিয়ে দিবে পাড়ি
জীবন গাঙ্গের নায়।
সুখে সুখী হতে প্রয়জনে,
সুখ দিয়ে অঞ্জলী!
জীবন সাজাতে প্রয়জন
রংহীন তুলি॥
শিল্পীর মন,
তাতে কি সাজাতে পারে
কভু 'এলোমেলো' জীবন?
মাঝে যার থাকে শুধু
সাত রং-এর-ই মেলা,
সাত রং-এ শত রং হয়
যায় কি আঁকা তবুও
জীবনের বেলা?
তুলির রং-এ উঠে ফুটে
জীবনের-ই গল্প,
কিছু পথ খুঁজে পায়
জীবন হলেও স্বল্প!
তুলির রং-এ কখনো
সারা জীবন সাজে?
হয়তো তুলি নামের
কোন আদম আসতে হয়
শিল্পীর জীবন মাঝে।
শিল্পী তাই আপন মনে
শিল্প ছড়ায়,
কখন যেন তুলি এসে
জীবনে জরায়॥
আঁখি হবে কাজল কালো
দীঘল হবে চুল,
শিল্পীর রং-এ আঁকা অদৃশ্য
দৃশ্যে নেই যেন ভূল।
মায়া মাধুরি মাখা চেহারা
হালকা-পাতলা গায়!
যাকে নিয়ে দিবে পাড়ি
জীবন গাঙ্গের নায়।
সুখে সুখী হতে প্রয়জনে,
সুখ দিয়ে অঞ্জলী!
জীবন সাজাতে প্রয়জন
রংহীন তুলি॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২০/১০/২০১৫ধন্যবাদ কবি
-
শরীফ আহমেদ ২০/১০/২০১৫সুন্দর!
-
ঋজু কবি ১৫/১০/২০১৫বেশ সুন্দর চিত্র । তবে বানান গুলি দেখে নেবেন কবিবন্ধু ।
-
ফয়সাল শাহ ১৪/১০/২০১৫Valo
-
Md. Ashik Hossain Rone ১৪/১০/২০১৫অসাধারণ
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/১০/২০১৫অসাধারণ রংয়ের খেলা কবিতা জুড়ে।
-
নির্ঝর ১৪/১০/২০১৫সুন্দর
-
শমসের শেখ ১৩/১০/২০১৫ধন্যবাদ গুরু, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেই বিষয়টা আমার ও চোখে পরেছিলো কবিতা লিখার সময়। আর এই বিষয়টার কারনে কবিতাটা আরো আগে প্রকাশ করিনি। তাই রং, রঙ্গের, রাঙ্গিয়ে বিষয়টা আমি এক প্রভাষক এর সাথে শেয়ার করলে উনি আমায় ব্যবহারের প্রয়গে এক এক যায়গায় এক এক অর্থ বুঝায় এর অর্থ প্রাই এক বলে সমাধান দেয়। আর তাই কবিতাটি এভাবে লিখলাম।
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫জনাব , রং আর রঙ্গ সমার্থক নয়। একবার দেখে নিন , আর অন্য বানান গুলোও ।