www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রংহীন তুলি

তুলির রং-এ রাঙ্গিয়ে যায়
শিল্পীর মন,
তাতে কি সাজাতে পারে
কভু 'এলোমেলো' জীবন?
মাঝে যার থাকে শুধু
সাত  রং-এর-ই মেলা,
সাত রং-এ শত রং হয়
যায় কি আঁকা তবুও
জীবনের বেলা?

তুলির রং-এ উঠে ফুটে
জীবনের-ই গল্প,
কিছু পথ খুঁজে পায়
জীবন হলেও স্বল্প!
তুলির রং-এ কখনো
সারা জীবন সাজে?
হয়তো তুলি নামের
কোন আদম আসতে হয়
শিল্পীর জীবন মাঝে।
শিল্পী তাই আপন মনে
শিল্প ছড়ায়,
কখন যেন তুলি এসে
জীবনে জরায়॥

আঁখি হবে কাজল  কালো
দীঘল হবে চুল,
শিল্পীর রং-এ আঁকা অদৃশ্য
দৃশ্যে নেই যেন ভূল।
মায়া মাধুরি মাখা চেহারা
হালকা-পাতলা গায়!
যাকে নিয়ে দিবে পাড়ি
জীবন গাঙ্গের নায়।
সুখে সুখী হতে  প্রয়জনে,
সুখ দিয়ে অঞ্জলী!
জীবন সাজাতে প্রয়জন
রংহীন তুলি॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শমসের শেখ ২০/১০/২০১৫
    ধন্যবাদ কবি
  • শরীফ আহমেদ ২০/১০/২০১৫
    সুন্দর!
  • ঋজু কবি ১৫/১০/২০১৫
    বেশ সুন্দর চিত্র । তবে বানান গুলি দেখে নেবেন কবিবন্ধু ।
    • শমসের শেখ ১৫/১০/২০১৫
      ধন্যবাদ,তবে কোন বানানটা একটু স্পষ্ট করে বললে ভালো হতো
      • ঋজু কবি ১৫/১০/২০১৫
        সাঁত রং - সাত রং ( সাত রঙ লিখলে ভালো হত এখানে ,আ মার মনে হয় ) ।
        খুজে - খুঁজে হবে ।
        প্রয়জন - প্রয়োজন হবে ।
        • শমসের শেখ ১৫/১০/২০১৫
          অনেক ধন্যবাদ। রঙ লেখাটা ভূল। তাছারা এভাবে লিখলে অর্থ আলাদা হয়ে যায়। কেননা এটা অনেকে রঙ্গ ধরে নেয়। আসা করি এভাবে প্রতিটা কবিতায় বলবেন। ভালো থাকেন
  • ফয়সাল শাহ ১৪/১০/২০১৫
    Valo
  • Md. Ashik Hossain Rone ১৪/১০/২০১৫
    অসাধারণ
  • অসাধারণ রংয়ের খেলা কবিতা জুড়ে।
  • নির্ঝর ১৪/১০/২০১৫
    সুন্দর
  • শমসের শেখ ১৩/১০/২০১৫
    ধন্যবাদ গুরু, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেই বিষয়টা আমার ও চোখে পরেছিলো কবিতা লিখার সময়। আর এই বিষয়টার কারনে কবিতাটা আরো আগে প্রকাশ করিনি। তাই রং, রঙ্গের, রাঙ্গিয়ে বিষয়টা আমি এক প্রভাষক এর সাথে শেয়ার করলে উনি আমায় ব্যবহারের প্রয়গে এক এক যায়গায় এক এক অর্থ বুঝায় এর অর্থ প্রাই এক বলে সমাধান দেয়। আর তাই কবিতাটি এভাবে লিখলাম।
  • জনাব , রং আর রঙ্গ সমার্থক নয়। একবার দেখে নিন , আর অন্য বানান গুলোও ।
 
Quantcast