ভদ্রলোক
প্রভাত-এর শুরুতেই
কাজে এলো
ঝাড়ুদার,
দুটি আঁখি ঘুম ঘুম
বাহুদ্বয়ে ঝাড়ু
তার।
চারপাশেই আলো ছিলো
রবির আলো আসেনি,
এলোমেলো মেঘ ছিলো
তাই বুঝি আকাশ হাসেনি।
পাশাপাশি দুটি বেঞ্চ
পাতাছিলো দু'পাশে,
ষাঁটের উপরে কোন জন
ছিলো বসে!
ঝাড়ুদার চলে এলে
উঠে যায় সে,
কিছু একটা পরে ছিল
তার-ই পাশে।
ঝাড়ু দিয়ে চলে এলে
কিছু থেকে যায়,
ঝাড়ুতে উঠিলনা
তবুও বাহু না লাগায়!
বা'পাশে দারিয়ে সব-ই,
দেখিয়া তামাশয়,
নিজ বাহুতে টেনে তুলিলো
বৃদ্ধমসায়॥
ভদ্রতা শিখিনি কভূও
দেখিনি কখনো ভদ্রলোক,
আজ তাই দেখা হয়ে গেলো
শেখা হয়ে গেলো
দেখে এক পলক!
একেই বলে ভদ্রতা,
বোধ হয় ওনি
সেই 'ভদ্রলোক'॥
কাজে এলো
ঝাড়ুদার,
দুটি আঁখি ঘুম ঘুম
বাহুদ্বয়ে ঝাড়ু
তার।
চারপাশেই আলো ছিলো
রবির আলো আসেনি,
এলোমেলো মেঘ ছিলো
তাই বুঝি আকাশ হাসেনি।
পাশাপাশি দুটি বেঞ্চ
পাতাছিলো দু'পাশে,
ষাঁটের উপরে কোন জন
ছিলো বসে!
ঝাড়ুদার চলে এলে
উঠে যায় সে,
কিছু একটা পরে ছিল
তার-ই পাশে।
ঝাড়ু দিয়ে চলে এলে
কিছু থেকে যায়,
ঝাড়ুতে উঠিলনা
তবুও বাহু না লাগায়!
বা'পাশে দারিয়ে সব-ই,
দেখিয়া তামাশয়,
নিজ বাহুতে টেনে তুলিলো
বৃদ্ধমসায়॥
ভদ্রতা শিখিনি কভূও
দেখিনি কখনো ভদ্রলোক,
আজ তাই দেখা হয়ে গেলো
শেখা হয়ে গেলো
দেখে এক পলক!
একেই বলে ভদ্রতা,
বোধ হয় ওনি
সেই 'ভদ্রলোক'॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৩/১০/২০১৫কবিতা ভালো লেগেছে।
-
ঋজু কবি ১৫/১০/২০১৫খুব সুন্দর ।
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫অনবদ্য লিখনী।
-
রুহুল আমীন দুর্জয় ২৭/০৯/২০১৫nice poem
-
রাশেদ খাঁন ২৬/০৯/২০১৫ভদ্রতা শিখিনি কভূও দেখিনি কখনো ভদ্রলোক,