নির্ঘুম রাত
আধার নামিলো তটিনি বনে,
ঘড়ে একা বসে আছি আনমনে।
ভাবি বসে একা একা
কখন ঘনিবে প্রভাত,
ঘুম নেই আঁখি পানে
নির্ঘুম রাত।
দক্ষিণ এর সমিরণে
নরবর ঝাউবনে
গন্ধ বিলিতেছে সফেদার কানণ,
নির্ঘুম রাত
পাশে কেউ নেই
আজ আপন।
এলো মেলো নীল আকাশ
কালো কালো মেঘে,
নেই ঘুম আঁখি দ্বয়ে
নীদ্রাহীন রয়েছি জেগে!
কোলাহল নেই কোন
নিশ্চুপ চার-ই দিক,
গেঁও পথে সূরেলা সূর
বেদেছে বণিক।
সূর যেনো সূরহীন
অমলিন ঠোটে!
আধার কাটেনা ঘোর
আলো কেমনে ফোটে?
মাঝরাতে থেকে থেকে
শেয়ালেরা ডেকে উঠে,
বুঝেছি একা থাকার
তফাৎ!
ঘুম নেই একা একা
নির্ঘুম রাত।
ঘড়ে একা বসে আছি আনমনে।
ভাবি বসে একা একা
কখন ঘনিবে প্রভাত,
ঘুম নেই আঁখি পানে
নির্ঘুম রাত।
দক্ষিণ এর সমিরণে
নরবর ঝাউবনে
গন্ধ বিলিতেছে সফেদার কানণ,
নির্ঘুম রাত
পাশে কেউ নেই
আজ আপন।
এলো মেলো নীল আকাশ
কালো কালো মেঘে,
নেই ঘুম আঁখি দ্বয়ে
নীদ্রাহীন রয়েছি জেগে!
কোলাহল নেই কোন
নিশ্চুপ চার-ই দিক,
গেঁও পথে সূরেলা সূর
বেদেছে বণিক।
সূর যেনো সূরহীন
অমলিন ঠোটে!
আধার কাটেনা ঘোর
আলো কেমনে ফোটে?
মাঝরাতে থেকে থেকে
শেয়ালেরা ডেকে উঠে,
বুঝেছি একা থাকার
তফাৎ!
ঘুম নেই একা একা
নির্ঘুম রাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ তারুণ্য ২৫/১০/২০১৫
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫চমৎকার লিখেছেন
-
শমসের শেখ ২৭/০৯/২০১৫আপনাদের উৎসাহ আর উদ্দীপনায় আমার সামনে এগিয়ে যাওয়ার পথ সুদৃঢ করবে। ধন্যবাদ
-
শমসের শেখ ২৭/০৯/২০১৫অনেক ধন্যবাদ
-
রাশেদ খাঁন ২৬/০৯/২০১৫খুব সুন্দর লিখেছেন
-
রুহুল আমীন রৌদ্র. ২৬/০৯/২০১৫সত্যিই অসাধারণ।
-
শমসের শেখ ২৩/০৯/২০১৫এই লেখাটা আমার বাস্তব জীবনের আলোকে লেখা,বর্তমানে প্রতিটা রাত নির্ঘুম-ই কাটে॥
ভালো লাগলো।