কলুর বলদ
ঘানিটানা গরুর ন্যায় চোখে বেঁধে রেখেছি কাপড়
না, কেউ বেঁধে দেয় নি;
নিজেই পরে নিয়েছি নিজ চোখের যমটুপি
দৃষ্টিশক্তির গ্রীবায় দিয়েছি কুহকি নেশার ফাঁসি।
সরলপথে চলতে হবে তাই!
সরল পথেইতো চলছি
চলছি অসীম আবক্ষে
শুরু থেকে শেষ
শেষ...অনিশেষ...একই পথে..একই রথে।
সরলপথে চলতে হবে তাই!
সামনে পিছে
সবই মিছে
তবুও চলছি না ফিরে, না ঘুরে
পেছনে তাকানোর অবকাশ যেন নাই
সরলপথে চলতে হবে তাই!
না, কেউ বেঁধে দেয় নি;
নিজেই পরে নিয়েছি নিজ চোখের যমটুপি
দৃষ্টিশক্তির গ্রীবায় দিয়েছি কুহকি নেশার ফাঁসি।
সরলপথে চলতে হবে তাই!
সরল পথেইতো চলছি
চলছি অসীম আবক্ষে
শুরু থেকে শেষ
শেষ...অনিশেষ...একই পথে..একই রথে।
সরলপথে চলতে হবে তাই!
সামনে পিছে
সবই মিছে
তবুও চলছি না ফিরে, না ঘুরে
পেছনে তাকানোর অবকাশ যেন নাই
সরলপথে চলতে হবে তাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ মাইনুল ১৫/০৫/২০২১ভাল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৫/২০২১nice work
-
সানাউল্লাহ ০৭/০৫/২০২১কবিতার কথাগুলো বাস্তব সত্য। অভিনন্দন কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৫/২০২১চমৎকার,সকলকে সরল পথে চলতে হবে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৫/২০২১চমৎকার হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২১ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৬/০৫/২০২১অতুলনীয়