মৃত্যুবচন
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক, দুই, তিন ...
কিংবা তিন, ছয়, নয় ...
কখনও গাণিতিক, কখনও জ্যামিতিক
কখনও জোড়, কখনওবা বিজোড়!
মৃত্যু সে তো নামতা পাঠের আসর।
মৃত্যু সে তো একটি গণনামাত্র – এক, দুই, তিন ...
দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
মৃত্যুর গণনা আজ ওজনদারের হাঁকে
প্রতি পাল্লার ফাঁকে ফাঁকে
একে এক...দুইয়ে দুই... তিনে তিন...
সে তো দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
পেঁয়াজের কেজি, আটার কেজি, আলুর কেজি
দেখছি, শুনছি, গুণছি রোজই
মৃত্যুর সংখ্যাটা যে আজ তেমনই!
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক হালি...দুই হালি...তিন হালি
হয়ত দেখবো, শুনবো, গুণবো কালই!
গুণছিইতো কমলার হালি, কলার হালি, লেবুর হালি...
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক ডজন ...এক কুড়ি... তিন কুড়ি
হয়তো নয়কো দেরী
লিচু যে এসেছে ধরায় ফিরি।
কিংবা তিন, ছয়, নয় ...
কখনও গাণিতিক, কখনও জ্যামিতিক
কখনও জোড়, কখনওবা বিজোড়!
মৃত্যু সে তো নামতা পাঠের আসর।
মৃত্যু সে তো একটি গণনামাত্র – এক, দুই, তিন ...
দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
মৃত্যুর গণনা আজ ওজনদারের হাঁকে
প্রতি পাল্লার ফাঁকে ফাঁকে
একে এক...দুইয়ে দুই... তিনে তিন...
সে তো দেখছি, শুনছি, গুণছি, মানছি নিত্যদিন।
পেঁয়াজের কেজি, আটার কেজি, আলুর কেজি
দেখছি, শুনছি, গুণছি রোজই
মৃত্যুর সংখ্যাটা যে আজ তেমনই!
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক হালি...দুই হালি...তিন হালি
হয়ত দেখবো, শুনবো, গুণবো কালই!
গুণছিইতো কমলার হালি, কলার হালি, লেবুর হালি...
মৃত্যু সে তো একটি সংখ্যামাত্র – এক ডজন ...এক কুড়ি... তিন কুড়ি
হয়তো নয়কো দেরী
লিচু যে এসেছে ধরায় ফিরি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০২০মৃত্যু হোক স্বাভাবিক।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৫/২০২০Very Beautiful
-
ফয়জুল মহী ২৭/০৫/২০২০পড়ে মন পুলকিত হল।
-
নাসরীন আক্তার রুবি ২৭/০৫/২০২০করুণ কবিতা