বৃষ্টি আগম
বৃষ্টি তুমি
শূণ্য ছেড়ে ঘূর্ণ করে
মেঘের আগল ছিন্ন করে
নেমে আস
ভূ-এর তরে।
বৃষ্টি তুমি
ফোঁটায় ফোঁটায়, আলোর ছটায়
বারিদ-খণ্ড রন্ধ্র করে
নেমে আস
সাঁঝের মায়ায়।
বৃষ্টি তুমি
বিন্দু হয়ে সিন্ধু ছেয়ে
বারিদ ছেড়ে ব্যাকুল হয়ে
নেমে আস
শ্যামল ছায়ায়।
বৃষ্টি তুমি
রিমঝিমিয়ে শুকনো পাতার নূপুর পায়ে
ব্যোম-বদনে চুম্ব দিয়ে
নেমে আস
কদম কেয়ার ঘাটে।
বৃষ্টি তুমি
অশ্ব তেজে বল্গা ছিঁড়ে
নীরের আধার ছিন্ন করে
নেমে আস
রসুলপুরের বাঁটে।
শূণ্য ছেড়ে ঘূর্ণ করে
মেঘের আগল ছিন্ন করে
নেমে আস
ভূ-এর তরে।
বৃষ্টি তুমি
ফোঁটায় ফোঁটায়, আলোর ছটায়
বারিদ-খণ্ড রন্ধ্র করে
নেমে আস
সাঁঝের মায়ায়।
বৃষ্টি তুমি
বিন্দু হয়ে সিন্ধু ছেয়ে
বারিদ ছেড়ে ব্যাকুল হয়ে
নেমে আস
শ্যামল ছায়ায়।
বৃষ্টি তুমি
রিমঝিমিয়ে শুকনো পাতার নূপুর পায়ে
ব্যোম-বদনে চুম্ব দিয়ে
নেমে আস
কদম কেয়ার ঘাটে।
বৃষ্টি তুমি
অশ্ব তেজে বল্গা ছিঁড়ে
নীরের আধার ছিন্ন করে
নেমে আস
রসুলপুরের বাঁটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০৯/১১/২০১৭দারুণ
-
কামরুজ্জামান সাদ ০৮/১১/২০১৭বাহ!
-
সাদ জাহিদ ০৭/১১/২০১৭অনবদ্য
-
সোলাইমান ০৭/১১/২০১৭বেশ ভাল হয়েছে।
কবিকে শুভেচ্ছা ও প্রীতি, ভাল থাকুন প্রতিনিয়ত । -
সুজয় সরকার ০৭/১১/২০১৭ফুল ফোটে কিন্তু বৃষ্টির ফোঁটা;আর বারি-খন্ড না হয়ে (মেঘ)বারিদ-খন্ড হলে বোধহয় অর্থ ঠিকঠাক পরিস্ফুট হয়।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৭/১১/২০১৭অনেক সুন্দর ।
ভাল হয়েছে ।
ধন্যবাদ । -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/১১/২০১৭ভালোই।