www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করুণবীণা

আজি গগনসম তোরণের পানে
অমানিশার বজ্রমুষ্ঠি বুঝি হানে
তারই ওজনধারী করাঘাত!
কে হবে এ আঘাতের অভিশাপী?
তোরণ, নাকি এ ভবের অভিবাসী?

মাঠে-ঘাটে, প্রান্তরে-বন্দরে, রুদ্ধ দ্বারে
জলাধারে, অগোচরে, অভিসারে---আলোতে, আঁধারে-
যেথা যাবে সেথা শুনতে পাবে:
বিমূর্ত লুসিফারের সেই অব্যক্ত আহ্বান-
"ছেড়ে তব কায়া, শূণ্য করি মায়া
ফিরে আস মোর অনিন্দ্য নীড়ে!"

তাইতো, দিকে দিকে আজি
মহাসমারোহ সাজি
গিরি-প্রান্তর-দুস্তর অতিক্রমী,
তারা থমকে দাঁড়ায় সেথা
যেথা সকলে গেছে চলি।

শুনে শুধু সেই অস্ফুট-অব্যক্ত সুর:
"কুল বৃক্ষরাজি সকলি সবে ত্যাজি
ফিরে আস সেই পদ্মনীড়ে
যেথা তব সঙ্গী শত
তোমারই প্রতীক্ষারত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast