করুণবীণা
আজি গগনসম তোরণের পানে
অমানিশার বজ্রমুষ্ঠি বুঝি হানে
তারই ওজনধারী করাঘাত!
কে হবে এ আঘাতের অভিশাপী?
তোরণ, নাকি এ ভবের অভিবাসী?
মাঠে-ঘাটে, প্রান্তরে-বন্দরে, রুদ্ধ দ্বারে
জলাধারে, অগোচরে, অভিসারে---আলোতে, আঁধারে-
যেথা যাবে সেথা শুনতে পাবে:
বিমূর্ত লুসিফারের সেই অব্যক্ত আহ্বান-
"ছেড়ে তব কায়া, শূণ্য করি মায়া
ফিরে আস মোর অনিন্দ্য নীড়ে!"
তাইতো, দিকে দিকে আজি
মহাসমারোহ সাজি
গিরি-প্রান্তর-দুস্তর অতিক্রমী,
তারা থমকে দাঁড়ায় সেথা
যেথা সকলে গেছে চলি।
শুনে শুধু সেই অস্ফুট-অব্যক্ত সুর:
"কুল বৃক্ষরাজি সকলি সবে ত্যাজি
ফিরে আস সেই পদ্মনীড়ে
যেথা তব সঙ্গী শত
তোমারই প্রতীক্ষারত।
অমানিশার বজ্রমুষ্ঠি বুঝি হানে
তারই ওজনধারী করাঘাত!
কে হবে এ আঘাতের অভিশাপী?
তোরণ, নাকি এ ভবের অভিবাসী?
মাঠে-ঘাটে, প্রান্তরে-বন্দরে, রুদ্ধ দ্বারে
জলাধারে, অগোচরে, অভিসারে---আলোতে, আঁধারে-
যেথা যাবে সেথা শুনতে পাবে:
বিমূর্ত লুসিফারের সেই অব্যক্ত আহ্বান-
"ছেড়ে তব কায়া, শূণ্য করি মায়া
ফিরে আস মোর অনিন্দ্য নীড়ে!"
তাইতো, দিকে দিকে আজি
মহাসমারোহ সাজি
গিরি-প্রান্তর-দুস্তর অতিক্রমী,
তারা থমকে দাঁড়ায় সেথা
যেথা সকলে গেছে চলি।
শুনে শুধু সেই অস্ফুট-অব্যক্ত সুর:
"কুল বৃক্ষরাজি সকলি সবে ত্যাজি
ফিরে আস সেই পদ্মনীড়ে
যেথা তব সঙ্গী শত
তোমারই প্রতীক্ষারত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahbubur Rahman ০৯/১১/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ৩১/১০/২০১৭অনবদ্য
-
jdnf ৩১/১০/২০১৭সুন্দর
-
শাহজাদা আল হাবীব ৩১/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Fine dear poet
-
সোলাইমান ৩১/১০/২০১৭সুন্দর হয়েছে প্রিয় কবি।।।।।
-
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন