ফাগুনবেলা
ফাগুনের আগুনে পোড়ে মন
বসন্তের আহবানে,
দেহ ত্যাজি মন সাজি উড়িল সে কোথা,
আজি হেথা মিশিবে সখা সখিরও সনে,
সখি তুমি আছো কোথা কোন কুঞ্জবনে?
যাবিরে যাবি মন সেথা
ফাগুনের টানে,
বসিয়া থাক তুমি আমা পানে
ভাবিয়া এ ভরা ফাগুনে- মরি বিহনে!
বসন্তের আহবানে,
দেহ ত্যাজি মন সাজি উড়িল সে কোথা,
আজি হেথা মিশিবে সখা সখিরও সনে,
সখি তুমি আছো কোথা কোন কুঞ্জবনে?
যাবিরে যাবি মন সেথা
ফাগুনের টানে,
বসিয়া থাক তুমি আমা পানে
ভাবিয়া এ ভরা ফাগুনে- মরি বিহনে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২০/১০/২০১৭প্রিয় প্রিয় কবির তালিকাই না রেখে পারা গেল না।
-
সাঁঝের তারা ১৭/১০/২০১৭ফাগুনে মন তো পুড়বেই ...ভালো ...
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭দারুণ