আছে সে মন-মন্দিরে
কেমনে সহিব এ যাতনা,
কেমনে লুকাইব এ বেদনা-
যে কামনায় চেয়েছিনু তারে,
রয়েছে সে যোজন দূরে!
খুজে মরি তারে বীণার সুরে-
বারি ঝমঝম, বায়ু শনশন তানে!
দখীনা সমীরণে দোল খায় সে,
পল্লবী মাঠে ঘাটে,
দেখব বলে পথ চেয়ে আছি রসুলপুরের বাটে!
কেমনে লুকাইব এ বেদনা-
যে কামনায় চেয়েছিনু তারে,
রয়েছে সে যোজন দূরে!
খুজে মরি তারে বীণার সুরে-
বারি ঝমঝম, বায়ু শনশন তানে!
দখীনা সমীরণে দোল খায় সে,
পল্লবী মাঠে ঘাটে,
দেখব বলে পথ চেয়ে আছি রসুলপুরের বাটে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/১০/২০১৭বেশ ভালো
-
কে. পাল ১৫/১০/২০১৭Valo
-
মধু মঙ্গল সিনহা ১৫/১০/২০১৭দারুণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ১৫/১০/২০১৭বাহ