শোকতাপ
সুখ দিয়ে কিনেছি দুঃখটাকে
বরণ করতে হবে তাই
অসীম শোকতাপ
ত্যাজিতে হবে সব সুখ প্রতাপ।
ফুটবে বক্ষ-নিকুঞ্জে আজি
শত ব্যাথা মঞ্জুরী
শুনতে হবে শত কথারাজি,
সবই মিছে সান্ত্বনার বাণী!!!
বেদনার ক্ষণগুলো যদি
করা যেত রঙিন
দুঃখবোধটা কভু
হত না গহীন।
বরণ করতে হবে তাই
অসীম শোকতাপ
ত্যাজিতে হবে সব সুখ প্রতাপ।
ফুটবে বক্ষ-নিকুঞ্জে আজি
শত ব্যাথা মঞ্জুরী
শুনতে হবে শত কথারাজি,
সবই মিছে সান্ত্বনার বাণী!!!
বেদনার ক্ষণগুলো যদি
করা যেত রঙিন
দুঃখবোধটা কভু
হত না গহীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৯/১০/২০১৭সুখ দিয়ে দুঃখ কেনে ভাল লাগল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১০/২০১৭কিছু বানান ভুল আছে।
-
মুক্তপুরুষ ১৫/১০/২০১৭অসাধারণ
-
আজাদ আলী ১৫/১০/২০১৭Bah darun