ভালোবাসো প্রিয়তমা
তোমারি ছোঁয়ায় খুলিল মোর মনের দোয়ার
নিমেষেই টুটে গেল মহাকালের কৃষ্ণ অন্ধকার
দেখিলাম সেদিন ভালবাসার সুবিশাল জগৎটাকে
বিচিত্র অনুভুতি লুকিয়ে আছে যার প্রতি বাঁকে
ভালোবাসি ভালোবাসি- সেই যে মধুময় কথা
শুনে তব মুখে পেয়েছি আমি জীবনে পূর্ণতা।
মনোহরা তুমি; জগৎ মাঝে তুমি এক শতদল
তোমারি ছোঁয়ায় প্রাণে আসিল গতি চঞ্চল
বহিয়া গেল হৃদয় জুড়ে তব প্রেমের সুবাস
লক্ষ বছর বাঁচিবার তরে জাগিল অভিলাস
ভালোবাসি ভালোবাসি- আরো বল প্রিয়তমা
শুনে তব মুখে মোর কাছে লাগে অমৃতসমা।
ওগো প্রিয়তমা, তোমি যে ধরণীর প্রেম সিন্ধু
তোমা হতে প্রেম চোয়ায় আমাতে বিন্দু বিন্দু
সেই প্রেম মোরে বাঁচিয়ে রাখে উষ্ণ ধরার বুকে
স্বর্গ হতে আনিয়া সুধা ধুলার মর্ত্যলোকে
ভালোবাসো ভালোবাসো, আরো বেশি প্রিয়তমা
তব প্রেম যেন ধরনীর বুকে হয়ে রয় উপমা।
নিমেষেই টুটে গেল মহাকালের কৃষ্ণ অন্ধকার
দেখিলাম সেদিন ভালবাসার সুবিশাল জগৎটাকে
বিচিত্র অনুভুতি লুকিয়ে আছে যার প্রতি বাঁকে
ভালোবাসি ভালোবাসি- সেই যে মধুময় কথা
শুনে তব মুখে পেয়েছি আমি জীবনে পূর্ণতা।
মনোহরা তুমি; জগৎ মাঝে তুমি এক শতদল
তোমারি ছোঁয়ায় প্রাণে আসিল গতি চঞ্চল
বহিয়া গেল হৃদয় জুড়ে তব প্রেমের সুবাস
লক্ষ বছর বাঁচিবার তরে জাগিল অভিলাস
ভালোবাসি ভালোবাসি- আরো বল প্রিয়তমা
শুনে তব মুখে মোর কাছে লাগে অমৃতসমা।
ওগো প্রিয়তমা, তোমি যে ধরণীর প্রেম সিন্ধু
তোমা হতে প্রেম চোয়ায় আমাতে বিন্দু বিন্দু
সেই প্রেম মোরে বাঁচিয়ে রাখে উষ্ণ ধরার বুকে
স্বর্গ হতে আনিয়া সুধা ধুলার মর্ত্যলোকে
ভালোবাসো ভালোবাসো, আরো বেশি প্রিয়তমা
তব প্রেম যেন ধরনীর বুকে হয়ে রয় উপমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Akhi Talukder ১৭/০১/২০১৫nice
-
উদ্বাস্তু নিশাচর ০৭/০১/২০১৫শুদ্ধ রসবোধ। ভালো হয়েছে
-
অ ০৬/০১/২০১৫সুন্দর কবিতা ।
সাধুভাষায় লেখার প্রয়াসটাও বেশ ভালো লাগল ।
অনেক শুভকামনা রইল । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/০১/২০১৫অনেক রোমান্টিক। ভালো হয়েছে। বানানগুলো যথার্থ হলে আরো ভালো হতো।
-
অনিরুদ্ধ বুলবুল ০৬/০১/২০১৫প্রেমের কাব্য বেশ ভাল লেগেছে।
শুভেচ্ছা কবি। -
বেনামী পত্তনদার ০৫/০১/২০১৫অসম্ভব সুন্দর
-
নাবিক ০৫/০১/২০১৫ভালোলাগা ছুঁয়ে গেলো। সুন্দর কবিতা।