www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি সত্বার মৃত্যু

কবিতার ছন্দ হারিয়ে সর্বসান্ত্ব কবি
উদ্ভ্রান্তের মত খোঁজে ফিরে হারানো পংক্তিমালা
রাজপথ থেকে শ্মশানে, গৃহ থেকে বৃন্দাবনে
কখনো কোলাহলে, কখনো নিস্তব্ধতায়
নিভৃতচারী পাখির মত; ডালে ডালে-পাতায় পাতায়।

যত দূর চোখ যায়, তত দূর ছুটে যায় মন
রাজধানীর সীমানা পেরিয়ে জন্মভিটার পর
তার পর আরো দূরে, চা বাগানের পথে
যেখানে লিখেছে কবি শত শত পদ
হাওড়ে বাওরে ও করেছে সন্ধান
যদি পাওয়া যায় দুই পংক্তির শব্দ

অবশেষে দীর্ঘশ্বাস আর বিরহি চিত্তের আর্তনাদ
বেঁচে থাকার শেষ সম্বল কবিতা তার
ছন্দ হারায় পদে পদে আজ
চোখের সামনে ঘটে যায় কবি সত্তার মৃত্যু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেলোয়ার হোসাইন ০২/১২/২০১৪
    অসাধারণ খুব ভালো লেগেছে কবিতাটি ৷
  • ভাই লেখাটা চরম ভালো হয়েছে। একদম মনে হয় আমাকে নিয়ে লিখেছেন.......................
  • সত্ত্বা> সত্বা
    সর্বস্বান্ত > সর্বসান্ত
    বিরহী> বিরহি

    কিছুটা স্মৃতি রোমন্থন, কিছুটা হারিয়ে যাওয়া কাব্য পঙক্তির অনুপস্থিতিতে শূন্যতার হাহাকার, কবির ক্ষেত্রে ছন্দ তার সেকেন্ড স্কিন, তাই কাব্য সত্ত্বা মাঝে মাঝে নিবৃত থাকে, মৃত্যু সহজে হয় না। ভাবনার পাখি ডানা মেললেই শব্দাবলী ছন্দের আব্রু জড়িয়ে কবিতা হয়ে ধরা দেবে পাণ্ডুলিপিতে। ভালো লাগা রইলো।
  • অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪
    কবিতা সুন্দর হয়েছে।
    কবিসত্ত্বা বেঁচে থাকুক চিরকাল।
  • ০২/১২/২০১৪
    কবিতা কিন্তু অনেক ভালো হয়েছে ।
 
Quantcast