দরজা খোল
দরজার ওপাশ থেকে ঠক্ ঠক্ আওয়াজ
আমি এসেছি-
শব্দের জাদুকর
দরজা খোল।
বহু নগর বহু সভ্যতা দেখে এলাম -
হরপ্পা মহেঞ্জদার সিন্ধু
ঘুরে এলাম কত জনপদ
তাদের বুকের পাঁজরেও সেই একই আমি
একই শব্দ ঠক্ ঠক্
দরজা খোল
আমার চোখের দিকে তাকাও
এই যে আমার চির চেনা হাত
দেখতে পারছো মিশরের পিরামিড,
অতলান্ত অর্থবহ এই তাজমহল।
এগুলো আমি তুলে দেব সব তোমার হাতে
সেই একই অঙ্গীকারে
এগুলো ইতিহাস মালা
সৃষ্টির সূতয় গাথা
প্রগতির এক একটা ধাপ।
তুমি দরজা খোল -
আমি তোমার মস্তিষ্কে একটা উপনিবেশ গড়ব।
আমি এসেছি-
শব্দের জাদুকর
দরজা খোল।
বহু নগর বহু সভ্যতা দেখে এলাম -
হরপ্পা মহেঞ্জদার সিন্ধু
ঘুরে এলাম কত জনপদ
তাদের বুকের পাঁজরেও সেই একই আমি
একই শব্দ ঠক্ ঠক্
দরজা খোল
আমার চোখের দিকে তাকাও
এই যে আমার চির চেনা হাত
দেখতে পারছো মিশরের পিরামিড,
অতলান্ত অর্থবহ এই তাজমহল।
এগুলো আমি তুলে দেব সব তোমার হাতে
সেই একই অঙ্গীকারে
এগুলো ইতিহাস মালা
সৃষ্টির সূতয় গাথা
প্রগতির এক একটা ধাপ।
তুমি দরজা খোল -
আমি তোমার মস্তিষ্কে একটা উপনিবেশ গড়ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০১/০৯/২০১৬মনের দুয়ার খুলে দিলাম আপনার কবিতার জন্য।ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৭/২০১৬ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
পরশ ৩০/০৭/২০১৬সুন্দর
-
স্বপ্নময় স্বপন ৩০/০৭/২০১৬অনবদ্য!
-
দেবব্রত সান্যাল ৩০/০৭/২০১৬মহেঞ্জোদড়ো , সুতোয়