ক্রমশ ভেসে যাচ্ছি
এইখানে তোমাতে নিমগ্ন আছি কবিতা-
এই বেশ ভালো
তোমার গাঢ় নীলে আমার সে অবগাহন
এই বেশ ভালোলাগে
তোমার দিকশূন্যহীন চলা
আমি বুকের পাঁজরে লুকিয়ে রাখি
তোমার সে ছন্দময় কায়া
এই বেশ ভালোবাসি -
তুমি মহাশূন্যের মাঝেও
কতটা সহজ
কতটা চেনা
আমি তোমাতে মিলেমিশে একাকার
তোমার সে অস্হি-মজ্জায়
আমার সে গোপন অভিসার আর না হয় কেউ নাইবা জানুক
আর না হয় কেউ নাইবা দেখুক
তোমার লজ্জা রাঙা হাসি
তুমি তো ইমন -বেহাগের চির চেনা সূর
তুমি বেদনা বিধূর
আমি হাসি আমি কাঁদি
তোমার বহমান রিদয়ের গহীন ফল্গুধারায় ভাসি
ক্রমশ ভেসেই যাই একটা ইতিহাস হতে হতে
এই বেশ ভালো
তোমার গাঢ় নীলে আমার সে অবগাহন
এই বেশ ভালোলাগে
তোমার দিকশূন্যহীন চলা
আমি বুকের পাঁজরে লুকিয়ে রাখি
তোমার সে ছন্দময় কায়া
এই বেশ ভালোবাসি -
তুমি মহাশূন্যের মাঝেও
কতটা সহজ
কতটা চেনা
আমি তোমাতে মিলেমিশে একাকার
তোমার সে অস্হি-মজ্জায়
আমার সে গোপন অভিসার আর না হয় কেউ নাইবা জানুক
আর না হয় কেউ নাইবা দেখুক
তোমার লজ্জা রাঙা হাসি
তুমি তো ইমন -বেহাগের চির চেনা সূর
তুমি বেদনা বিধূর
আমি হাসি আমি কাঁদি
তোমার বহমান রিদয়ের গহীন ফল্গুধারায় ভাসি
ক্রমশ ভেসেই যাই একটা ইতিহাস হতে হতে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ২৭/০৭/২০১৬
-
অঙ্কুর মজুমদার ২৭/০৭/২০১৬besh vlo........
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০১৬ভালো হয়েছে দাদা।
-
মোনালিসা ২৭/০৭/২০১৬অছাম
-
স্বপ্নময় স্বপন ২৭/০৭/২০১৬মুগ্ধ!!
-
স্বপ্নময় স্বপন ২৭/০৭/২০১৬মুগ্ধ!
তবে তোমাতে তুমি কেমন কথা কও
সুন্দরের শুভেচ্ছার্ঘ