হিসেবের খাতা
দিনের শেষে নানান আবেশে
চাওয়া পাওয়ার অন্য এক স্বাদ
খুঁজে পাওয়ার অমিলনতায়
একটু মাথা গুজার হিসাব
যেতে যেতে বহুদূর
কত সীমান্তের তৃপ্তিময়তায়
তবুও কেন এত হাহাকার
কিসের জানি এক অদ্ভূত নেশায়
আত্নতৃপ্তির স্বাদ যদি নাহি মিলে
দিনের শেষে মনেতে আনমনে
আসিবেনা ফিরে কভু সুখের আচ্ছাদন
যদিও থাকে সেথায় সারি সারি
পাওয়ার মহা এক সমদ্রুর।।
চাওয়া পাওয়ার অন্য এক স্বাদ
খুঁজে পাওয়ার অমিলনতায়
একটু মাথা গুজার হিসাব
যেতে যেতে বহুদূর
কত সীমান্তের তৃপ্তিময়তায়
তবুও কেন এত হাহাকার
কিসের জানি এক অদ্ভূত নেশায়
আত্নতৃপ্তির স্বাদ যদি নাহি মিলে
দিনের শেষে মনেতে আনমনে
আসিবেনা ফিরে কভু সুখের আচ্ছাদন
যদিও থাকে সেথায় সারি সারি
পাওয়ার মহা এক সমদ্রুর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৯/২০২২বেশ সুন্দর!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২২অপূর্ব লেখা
খুব ভালো লাগলো l