জীবনের সন্ধিক্ষণে
বিধিতে নিধিতে
কথাতে মধুতে
কি যেন হাসিতে
কি দারুণ বিধিতে
আলপনা আঁকিতে
স্বপ্নের নিশিতে
দেখিতে চাহিতে মনেতে গাথিতে
কি শোভা দেখিতে
কথা দিয়ে রাখিতে
অকারণে শাসিতে
পথ চলা নিশিতে
হয়ে যায় বিষিতে
স্বপ্নকে আঁকিতে
মিশে যাও নিখিলে
কাজ কর বিধিতে
সফলতা আসিতে
নেহায়েত ফাঁকিতে
কেন যাবে বৃথাতে
কাজ আর আস্থা
দুই হল শক্তি
নিধিতে বলিয়ানে
সফলতার ভিত্তি।
কথাতে মধুতে
কি যেন হাসিতে
কি দারুণ বিধিতে
আলপনা আঁকিতে
স্বপ্নের নিশিতে
দেখিতে চাহিতে মনেতে গাথিতে
কি শোভা দেখিতে
কথা দিয়ে রাখিতে
অকারণে শাসিতে
পথ চলা নিশিতে
হয়ে যায় বিষিতে
স্বপ্নকে আঁকিতে
মিশে যাও নিখিলে
কাজ কর বিধিতে
সফলতা আসিতে
নেহায়েত ফাঁকিতে
কেন যাবে বৃথাতে
কাজ আর আস্থা
দুই হল শক্তি
নিধিতে বলিয়ানে
সফলতার ভিত্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১১/২০২০খুব ভালো।
-
হাজেরা কোরেশী অপি ০৬/১১/২০২০সুন্দর রচনা, পড়ে মোহিত হলাম।
-
ফয়জুল মহী ০৬/১১/২০২০মুগ্ধকর লেখা।
-
ইউসুফ জামিল ০৬/১১/২০২০দারুণ লেখনী।
-
কুমারেশ সরদার ০৬/১১/২০২০চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/১১/২০২০সুন্দর।