বিচারের বাণী নিভূতে
ভালবাসায় বাধিলে
না পারি যে ছাড়িতে
না পারিযে বলিতে
কঠোরতার বাণীতে।।
বিশ্বাসের বলয়ে
কঠিনও ধারায়
হয়না তো কভূ একতা
মনকে ডিঙ্গায়।।
উদারতা আর আন্তরিকতায়
যা দেখি ভাবেতে
কঠোরতায় আর দাম্ভিকতায়
নহে রূপ আঁখিতে।।
ছোট বড় সংখ্যাতত্ত্বে
আসিলে কেহ গুণিতে
আসল স্বরূপের দেখা তাই
দেখিবেনা নিধিতে।।
ভালবাসার বন্ধন হোক
সবার অঙ্গীকার
এরপরে রাজ্য জয়ে
হোক মোদের অগ্রাধিকার।।
না পারি যে ছাড়িতে
না পারিযে বলিতে
কঠোরতার বাণীতে।।
বিশ্বাসের বলয়ে
কঠিনও ধারায়
হয়না তো কভূ একতা
মনকে ডিঙ্গায়।।
উদারতা আর আন্তরিকতায়
যা দেখি ভাবেতে
কঠোরতায় আর দাম্ভিকতায়
নহে রূপ আঁখিতে।।
ছোট বড় সংখ্যাতত্ত্বে
আসিলে কেহ গুণিতে
আসল স্বরূপের দেখা তাই
দেখিবেনা নিধিতে।।
ভালবাসার বন্ধন হোক
সবার অঙ্গীকার
এরপরে রাজ্য জয়ে
হোক মোদের অগ্রাধিকার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০সুন্দর লেখা
-
ফয়জুল মহী ০২/১১/২০২০Awesome thing