স্বপ্নিল বাদাম
চন্দ্রশেখর ভট্টাচার্য
যত দিন ধরে তুমি
আকাশের নীলে ভাসিয়েছ সাদা ভেলা,
ততদিনই আমি লগি ঠেলে বৈঠা টেনে চলেছি।
ঊড়িয়েছি স্বপ্নিল বাদাম
বৈঠা বাইছি আর বাইছি, লগি ঠেলে ঠেলে
পৌঁছতে চাই সেই সবুজে ছাওয়া
ঊষ্ণতার দ্বীপে, যার গভীরে
লুকানো আছে তোমার হৃদয়।
এক অবিশ্বাসী স্রোত বয়ে চলেছে,
তীব্র বেগে, বয়ে চলেছে নৌকার তলা দিয়ে।
আকাশের সাত সমুদ্র পাড়ি দিতে দিতে
কোন বন্দরে যেন মিশে গেছে দিগন্ত।
আমি চলেছি সেই লক্ষ্যে...
ভাসিয়ে দিয়েছি লাঙ্গল ও হাল
বীজ ও খনিজ
জল ছুঁয়েছে উত্তরীয়
যাব তোমার ছয় দুয়ারি তিন মহলা বাড়ি
নেবে আমাকে ডেকে?
কে দেবে পাততাড়ি...
----------------------------
কলকাতা
৭ নভেম্বর, ২০১৪
যত দিন ধরে তুমি
আকাশের নীলে ভাসিয়েছ সাদা ভেলা,
ততদিনই আমি লগি ঠেলে বৈঠা টেনে চলেছি।
ঊড়িয়েছি স্বপ্নিল বাদাম
বৈঠা বাইছি আর বাইছি, লগি ঠেলে ঠেলে
পৌঁছতে চাই সেই সবুজে ছাওয়া
ঊষ্ণতার দ্বীপে, যার গভীরে
লুকানো আছে তোমার হৃদয়।
এক অবিশ্বাসী স্রোত বয়ে চলেছে,
তীব্র বেগে, বয়ে চলেছে নৌকার তলা দিয়ে।
আকাশের সাত সমুদ্র পাড়ি দিতে দিতে
কোন বন্দরে যেন মিশে গেছে দিগন্ত।
আমি চলেছি সেই লক্ষ্যে...
ভাসিয়ে দিয়েছি লাঙ্গল ও হাল
বীজ ও খনিজ
জল ছুঁয়েছে উত্তরীয়
যাব তোমার ছয় দুয়ারি তিন মহলা বাড়ি
নেবে আমাকে ডেকে?
কে দেবে পাততাড়ি...
----------------------------
কলকাতা
৭ নভেম্বর, ২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ১৩/১২/২০১৫চরম হয়েছে
-
দীপঙ্কর বেরা ২৬/১১/২০১৪খুব সুন্দর
-
কষ্টের ফেরিওলা ২১/১১/২০১৪Good
-
অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪সেই স্বপ্নিল বাদাম আজ হোক কাল হোক সবাইকে উড়াতে হবে। নিগুঢ় ভাবনার কবিতা - ভাল লাগল।
শুভেচ্ছা কবি। -
শম্পা ২১/১১/২০১৪সুন্দর গঠনশৈলী। অভিনন্দন।
-
রক্তিম ২১/১১/২০১৪বেশ সুন্দর ভাব্না । কেমন একটা ঘোর লেগে থাকা। ভালো ভালো থাকবেন ।