www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে দেখেছি প্রিয়া

তোমাকে দেখেছি প্রিয়া
মোঃ আব্দুল্লাহ আল মামুন


এ পৃথিবীর বুকে ,
যতদিন তোমাকে দেখেছি প্রিয়া।
আমি আপনাকে হারিয়েছে আপনার মাঝে।

আমি পৃথিবীর সুখ খুঁজিনি।
আমি আদিম শস্যক্ষেত দেখেছি তোমার বুকে।
দেখেছি প্রেমের বীজ, আর শস্যক্ষেত।

দেখেছি আমার জীবনের সব আবেগ।

তোমার মাঝে আমাকে দেখেছি।
দেখেছি আমার জীবনের মানে।


আমিও দেখেছি সহস্র বছরের বেদনা।
সব সুখ তোমাকে রেখেছে ঘিরে।
কল্পনা আর বাস্তবতার মাঝে।
তুমি আছ প্রিয়া,
চাওয়া আর পাওয়ায় নারী হয়ে।


প্রিয়া, তুমি কি শুধুই নারী?
না , তুমি শুধু নারী হতে পারো না।
তুমি এই পৃথিবীর শুরু,
তোমার মাঝেই জন্ম নিয়েছে আদিম প্রেমের কবি।
তোমার মাঝেই জগতের শুরু।
আর তোমার মাঝেই শুরু কামের।


এ পৃথিবীর কি জানা নাই?
তুমি আমার কতখানি গভীরে?
আমার প্রেমের শুরু তোমার ভাবনাতে।


প্রিয়া, তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে।
কত কবি হারিয়েছে তার কল্পনা।
আর কত যোদ্ধা হারিয়েছে পথ।
কত দেশ জন্ম নিয়েছে নতুন করে।
তোমার প্রেমে, তোমার বুকে।


তোমাকে পাওয়ার আশায়, ।
রাজ্য হারিয়েছে কত রাজা।
কত প্রেমিক হারিয়েছে তাহার প্রাণ।
কত রাখাল কুরবান করেছে জান।


তোমাকে দেখেছি প্রিয়া,।
নারী তুমি পুরুষের কামে ।
মন্দিরে তুমি দেবীর আসনে ।
প্রেমে তুমি প্রেয়সীর আসনে।
আর শিশুর মমতায় মায়ের আসনে।


তোমাকে দেখেছি প্রিয়া।
আমি দেখেছি এই ভুবনে।
আমার প্রাণের খুব কাছে ।
আমার বুকের ঠিক মাঝখানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast