ভালোবাসাময় সকাল
সেই তো পৃথিবীর বুকে ভালোবাসা নিয়ে ভোর হয়।
সূর্যের হাসিতে স্নিগ্ধ হয় সকাল, ।
আর তোমাদের হাসিতে মুগ্ধ হয় বিকাল।
এই আমার সকাল।
এক কাপ চায়ে ভোর হয়।
আমাদের স্বপ্নেরা করে খেলা।
আবেগে মানুষের কল্পনা।
ভালোবাসা নিয়ে বেচে আছি।
প্রকৃতি আমাদের প্রেম দেয় শিখিয়ে।
এই হল আমাদের ভাবনার সকাল।
এক কাপ চায়ে, আবেগে আচ্ছন্ন।
ভালোবাসা যদি বেচে থাকে।
এক কাপ চায়ে।
স্নিগ্ধ হবে সকাল, তোমার স্পর্শে।
আমাদের আবেশে, জীবন্ত পরিবেশে।
ভালোবাসাময় সকালে, স্নিগ্ধ সকালে।
এই আবেগী খেলা।
মনের ভিতর আজব মেলা।
এইতো মানুষ, আজব তাদের ভাবনা।
সকালে এই ভাবনা গুলো খেলা করে।
খেলা করে মানুষের সাথে।
ঘরে, মাঠে, আর পথে।
বেচে থাকো তুমি,
বেচে আছি আমি।
বেচে আছে সবার ভাবনা।
ভাবনাতে বেচে আছি আমরা।
সূর্যের হাসিতে স্নিগ্ধ হয় সকাল, ।
আর তোমাদের হাসিতে মুগ্ধ হয় বিকাল।
এই আমার সকাল।
এক কাপ চায়ে ভোর হয়।
আমাদের স্বপ্নেরা করে খেলা।
আবেগে মানুষের কল্পনা।
ভালোবাসা নিয়ে বেচে আছি।
প্রকৃতি আমাদের প্রেম দেয় শিখিয়ে।
এই হল আমাদের ভাবনার সকাল।
এক কাপ চায়ে, আবেগে আচ্ছন্ন।
ভালোবাসা যদি বেচে থাকে।
এক কাপ চায়ে।
স্নিগ্ধ হবে সকাল, তোমার স্পর্শে।
আমাদের আবেশে, জীবন্ত পরিবেশে।
ভালোবাসাময় সকালে, স্নিগ্ধ সকালে।
এই আবেগী খেলা।
মনের ভিতর আজব মেলা।
এইতো মানুষ, আজব তাদের ভাবনা।
সকালে এই ভাবনা গুলো খেলা করে।
খেলা করে মানুষের সাথে।
ঘরে, মাঠে, আর পথে।
বেচে থাকো তুমি,
বেচে আছি আমি।
বেচে আছে সবার ভাবনা।
ভাবনাতে বেচে আছি আমরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২০/১১/২০১৮Valo
-
মনিরুজ্জামান/জীবন ২০/১১/২০১৮অসাধারণ কাব্যিকতা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/১১/২০১৮অনন্য চেতনা আর অনন্য প্রীতিতে কাব্যিক ভাবনা।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি।