আমাদের ভাবনা
আমাদের ভাবনা
=============
সব কিছু দখল করেছে এই তিনে।
বাজার দখল করেছে চীনে।
অর্থনীতি দখল করেছে ভারত,
আর দুনিয়ার ক্ষমতা সব দখল করেছে আমেরিকা।
তবু আমাদের মন থেকে দূর হলনা অহমিকা।
পেয়াজ, মরিচ আলু, মেডিসিন মিশ্রিত চিনি দিয়া,।
কাচা বাজার দখল করেছে ইন্ডিয়া।
রাজনীতি আজো বাচে পুরোনো লাশের কাহিনী নিয়া।
নেতা বাচে তেল মারিয়া।
জনতা মরে, লাশ থাকে রাস্তারধারে।
পচে, গলে, কেউ দেখেনা।
আঙ্গুল ফুলে কলাগাছ হয় নেতারা।
বেচে আছে মানুষ , অসহায় হয়ে।
লাশ হয়ে আছে চাটুকারেরা।
এরই নাম স্বাধীনতা,
এই নিয়ে বেচে আছে জনতা।
আমাদের ভাবনা,
সব কিছু মিছেনা,
তবু মিথ্যাবাদীদের দলে নাম আমাদের।
দেশ তো নেতা আর চাটুকার চামারের।
আমাদের কিছু নাই।
মানুষ গুলো অসহায়,
দালাল গুলো বুদ্ধিজীবী সাজে।
আমাদের কথা আমাদের কাছেই বাজে।
আমাদের কথা লাগেনা কারো কাজে।
চাটুকারের কথা যেনো ধর্ম গ্রন্থের বাণী।
তাহা শুনিয়া খুশি থাকে রাজা আর রানী।
আমরা সব অকালকুষ্মাণ্ড, অমানুষ।
তাহাদের কথা শুনে জনতা হাড়িয়ে ফেলে হুশ।
=============
সব কিছু দখল করেছে এই তিনে।
বাজার দখল করেছে চীনে।
অর্থনীতি দখল করেছে ভারত,
আর দুনিয়ার ক্ষমতা সব দখল করেছে আমেরিকা।
তবু আমাদের মন থেকে দূর হলনা অহমিকা।
পেয়াজ, মরিচ আলু, মেডিসিন মিশ্রিত চিনি দিয়া,।
কাচা বাজার দখল করেছে ইন্ডিয়া।
রাজনীতি আজো বাচে পুরোনো লাশের কাহিনী নিয়া।
নেতা বাচে তেল মারিয়া।
জনতা মরে, লাশ থাকে রাস্তারধারে।
পচে, গলে, কেউ দেখেনা।
আঙ্গুল ফুলে কলাগাছ হয় নেতারা।
বেচে আছে মানুষ , অসহায় হয়ে।
লাশ হয়ে আছে চাটুকারেরা।
এরই নাম স্বাধীনতা,
এই নিয়ে বেচে আছে জনতা।
আমাদের ভাবনা,
সব কিছু মিছেনা,
তবু মিথ্যাবাদীদের দলে নাম আমাদের।
দেশ তো নেতা আর চাটুকার চামারের।
আমাদের কিছু নাই।
মানুষ গুলো অসহায়,
দালাল গুলো বুদ্ধিজীবী সাজে।
আমাদের কথা আমাদের কাছেই বাজে।
আমাদের কথা লাগেনা কারো কাজে।
চাটুকারের কথা যেনো ধর্ম গ্রন্থের বাণী।
তাহা শুনিয়া খুশি থাকে রাজা আর রানী।
আমরা সব অকালকুষ্মাণ্ড, অমানুষ।
তাহাদের কথা শুনে জনতা হাড়িয়ে ফেলে হুশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০১৮আত্মসমালোচনাই মুক্তির পথ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/১০/২০১৮চমৎকার।
ভাল থাকুন।