কাঠের পুতুল
কাঠের পুতুল
নাচের পুতুল নাচে হরদম।
নেয়না বিশ্রাম, নাই মন, নাই চিন্তা ,
নাই মগজ, নাই মানবিকতা,
নাচের পুতুল কাঠের গড়া।
কাঠের পুতুল নাচে সুতার টানে।
কাঠের পুতুল অপরের কথায় নাচে ।
কাঠের পুতুল অন্যের কথায় বাচে।
নিয়ম জানেনা আইন বুঝেনা।
বুঝেনা নীতি বুঝেনা মানুষের মন।
যা তা করে যাহা তাহা যখনতখন।
অপরের দেখানো পথে হাটে ।
পথে আর ঘাটে, রাস্তার মোড়ে।
এই জগতের আছে যতো কাঠের পুতুল।
রক্ত মাংস দিয়ে গড়া দেহ।
প্রাণহীন মাংসপিণ্ড তারা, মাংসের তৈরি রোবট তারা।
টিয়া পাখির মতো মুখস্ত বুলি গায়।
গান গায় মুখস্ত করা কথায়।
নিজের বিবেক বিক্রি করে দেয় যুক্তির কাছে।
অকেজো অচেতন যুক্তির কাছে।
ক্ষমতা, লোভ টাকা,
তাহাদের বিবেক ক্রয় করে নেয়, করে দেয় ফাঁকা।
তাহারা সুনাম অর্জন করতে চায়।
যাহা খুশি তাহাই গিলে খায়।
রাক্ষসের মতো গিলে খায়।
তাহারা বিখ্যাতদের কাতারে নাম লেখাতে চায়।
তাহারা মানুষের মাঝে বিভেদ তৈরি করে।
জীবন নিয়া করে খেলা।
ইহাদের নিয়া গড়ে উঠে আমাদের দেশের বুদ্ধিজীবীর মেলা।
বুদ্ধি নিয়া করে খেলা।
অপসংস্কৃতি দিয়া ভরে গেছে জ্ঞানীদের পেয়ালা।
নাচের পুতুল নাচে হরদম।
নেয়না বিশ্রাম, নাই মন, নাই চিন্তা ,
নাই মগজ, নাই মানবিকতা,
নাচের পুতুল কাঠের গড়া।
কাঠের পুতুল নাচে সুতার টানে।
কাঠের পুতুল অপরের কথায় নাচে ।
কাঠের পুতুল অন্যের কথায় বাচে।
নিয়ম জানেনা আইন বুঝেনা।
বুঝেনা নীতি বুঝেনা মানুষের মন।
যা তা করে যাহা তাহা যখনতখন।
অপরের দেখানো পথে হাটে ।
পথে আর ঘাটে, রাস্তার মোড়ে।
এই জগতের আছে যতো কাঠের পুতুল।
রক্ত মাংস দিয়ে গড়া দেহ।
প্রাণহীন মাংসপিণ্ড তারা, মাংসের তৈরি রোবট তারা।
টিয়া পাখির মতো মুখস্ত বুলি গায়।
গান গায় মুখস্ত করা কথায়।
নিজের বিবেক বিক্রি করে দেয় যুক্তির কাছে।
অকেজো অচেতন যুক্তির কাছে।
ক্ষমতা, লোভ টাকা,
তাহাদের বিবেক ক্রয় করে নেয়, করে দেয় ফাঁকা।
তাহারা সুনাম অর্জন করতে চায়।
যাহা খুশি তাহাই গিলে খায়।
রাক্ষসের মতো গিলে খায়।
তাহারা বিখ্যাতদের কাতারে নাম লেখাতে চায়।
তাহারা মানুষের মাঝে বিভেদ তৈরি করে।
জীবন নিয়া করে খেলা।
ইহাদের নিয়া গড়ে উঠে আমাদের দেশের বুদ্ধিজীবীর মেলা।
বুদ্ধি নিয়া করে খেলা।
অপসংস্কৃতি দিয়া ভরে গেছে জ্ঞানীদের পেয়ালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কালাম হাবিব১ ২২/১০/২০১৮অসাধারণ!
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০১৮বেশ তো!
-
সোহরাব রিপন ২১/১০/২০১৮nice
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/১০/২০১৮দারুন লিখেছেন কাঠের পুতুল কবিতাখানি।
অনেক ভাল লেগেছে।
ধন্যবাদ।