কবি তোমাকে খুঁজবো
অবসর না হয় আগামী জন্মে নিবেন।
এই জন্মে আরো কিছু দিয়ে যান।
আমরাও পিঁপড়ে হয়ে,
খেয়ে নিই কিছু মধু।
যে টুকু আছে অবশেষে।
শেষ বিন্দু হতে।
যাহা পাই এই প্রভাতে।
তাহাই গ্রহন করিয়া নিবো।
কবিতার রস সব ফুরিয়ে গেলে।
পিপরে হয়ে নিয়ে নিবো খোসা পেলে।
আমিও আসবো।
আসবে তারা যারা আছে
আর ভাবনাতে ঢুব দিবে।
আমি অবাক হয়ে দেখে নিবো।
কবিতার কতো আছে রূপ।
আর হাড়িয়ে যাবো দিগন্তের মাঠে।
যেখানে লুকিয়ে আছে,
আমার অবহেলিত কবি।
মাঠশেষে শিমুলের বনে।
অসথের বাগানে, আম্রপালি বনে।
আমি সেইখানে খুঁজিয়া লইবো।
সব কবিতার রস, রূপ।
মানুষ হয়ে না হলেও।
ধারকাক বা পিপীলিকা হয়ে।
এই জগতের শেষ সীমানা।
অসথের বাগানের শেষে, হিজলের শেষ সীমানা।
সেখানেও আমি তাহাই খুঁজিব।
কবি তোমাকে খুঁজবো।
তোমার কবিতার প্রেমে মজিবো।
এই জন্মে আরো কিছু দিয়ে যান।
আমরাও পিঁপড়ে হয়ে,
খেয়ে নিই কিছু মধু।
যে টুকু আছে অবশেষে।
শেষ বিন্দু হতে।
যাহা পাই এই প্রভাতে।
তাহাই গ্রহন করিয়া নিবো।
কবিতার রস সব ফুরিয়ে গেলে।
পিপরে হয়ে নিয়ে নিবো খোসা পেলে।
আমিও আসবো।
আসবে তারা যারা আছে
আর ভাবনাতে ঢুব দিবে।
আমি অবাক হয়ে দেখে নিবো।
কবিতার কতো আছে রূপ।
আর হাড়িয়ে যাবো দিগন্তের মাঠে।
যেখানে লুকিয়ে আছে,
আমার অবহেলিত কবি।
মাঠশেষে শিমুলের বনে।
অসথের বাগানে, আম্রপালি বনে।
আমি সেইখানে খুঁজিয়া লইবো।
সব কবিতার রস, রূপ।
মানুষ হয়ে না হলেও।
ধারকাক বা পিপীলিকা হয়ে।
এই জগতের শেষ সীমানা।
অসথের বাগানের শেষে, হিজলের শেষ সীমানা।
সেখানেও আমি তাহাই খুঁজিব।
কবি তোমাকে খুঁজবো।
তোমার কবিতার প্রেমে মজিবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোলাম মুস্তাফা ১৩/১০/২০১৮ভাল
-
শুভদীপ চক্রবর্তী ১৩/১০/২০১৮চিন্তা ভাবনা অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ১২/১০/২০১৮ভালো লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/১০/২০১৮কি লাভ কবি কে খুঁজে
বিদায় নিবে সে যে!