বেকার মামা
বেকার মামা
মোঃ আব্দুল্লাহ আল মামুন
==========
কষ্টে আছে বেকার মামা।
করতে পারেনি নিজেকে ক্ষমা।
বেকারের প্রেম সেতো মহা পাপ।
সব কিছুই অভিশাপ।
প্রেমিকা এখন বউ।
তাকে দিতে হবে সম্মান।
দিতে না পেরে সে ভোগ করে অপমান।
চারদিকে বিবেক তাকে করে আক্রমণ।
তার মাথায় হাত।
প্রেমিকার বদলেছে জাত।
আগে ছিলো প্রেমিকা তাহার।
এখন বউ দিতে হয় আহার।
বউ এখনো শশুর বাড়ি।
তার সাথে করেছে আড়ি।
বউকে এখনো আনতে পারেনি বাড়ি।
ভালোবাসা গেলো, প্রেম গেলো জলে।
বেকারের জীবন গেলো রসাতলে।
জীবন তাহার খুব কষ্টের।
দাত দিয়ে ছিরে জামা।
বলে সে আমার জীবন হয়েছে বুঝি লোহা আর তামা।
বেকার মামার চাকরি চাই।
প্রেমিকার জন্য ভালোবাসা চাই।
ভালোবাসা চাই সাথে ভাল বাসা চাই।
ভালো ঘরে ঘরনিকে আনতে চায়।
বেকারের প্রেম।
বিলাসিতা ছাড়া কিছু নয়।
এটাই যেনো বারবার তাকে বুঝতে হয়।
না জানিলেও জানিয়ে দেবার জন্য আছে মহাজন।
তার কি আছে প্রেমিক মন?
না থাকায় ভালো।
বেকারের জীবন অভিশাপগ্রস্ত আলো।
যেখানে চারদিকে বিষের ছড়াছড়ি।
রাতে সে ফিরতে পারেনা বাড়ি।।
মোঃ আব্দুল্লাহ আল মামুন
==========
কষ্টে আছে বেকার মামা।
করতে পারেনি নিজেকে ক্ষমা।
বেকারের প্রেম সেতো মহা পাপ।
সব কিছুই অভিশাপ।
প্রেমিকা এখন বউ।
তাকে দিতে হবে সম্মান।
দিতে না পেরে সে ভোগ করে অপমান।
চারদিকে বিবেক তাকে করে আক্রমণ।
তার মাথায় হাত।
প্রেমিকার বদলেছে জাত।
আগে ছিলো প্রেমিকা তাহার।
এখন বউ দিতে হয় আহার।
বউ এখনো শশুর বাড়ি।
তার সাথে করেছে আড়ি।
বউকে এখনো আনতে পারেনি বাড়ি।
ভালোবাসা গেলো, প্রেম গেলো জলে।
বেকারের জীবন গেলো রসাতলে।
জীবন তাহার খুব কষ্টের।
দাত দিয়ে ছিরে জামা।
বলে সে আমার জীবন হয়েছে বুঝি লোহা আর তামা।
বেকার মামার চাকরি চাই।
প্রেমিকার জন্য ভালোবাসা চাই।
ভালোবাসা চাই সাথে ভাল বাসা চাই।
ভালো ঘরে ঘরনিকে আনতে চায়।
বেকারের প্রেম।
বিলাসিতা ছাড়া কিছু নয়।
এটাই যেনো বারবার তাকে বুঝতে হয়।
না জানিলেও জানিয়ে দেবার জন্য আছে মহাজন।
তার কি আছে প্রেমিক মন?
না থাকায় ভালো।
বেকারের জীবন অভিশাপগ্রস্ত আলো।
যেখানে চারদিকে বিষের ছড়াছড়ি।
রাতে সে ফিরতে পারেনা বাড়ি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১০/২০১৮বেকার থাকার সুযোগ নাই।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১০/২০১৮বেকারত্ব দূরীভূত হোক।
সুখী হোক বেকার মামারা। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/১০/২০১৮দারুণ থিম, দারুণ ডিকশন.........
-
অরন্য রানা ০৪/১০/২০১৮হায়রে বেকার সব যেন নিরাকার,,,
প্রান ভরে গেল