কলম শক্তি
কলম শক্তি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
======
কলমের দেহে আঘাত করে।
বন্ধ করতে চাও কলমের কালি।
কলম যে থামেনা।
কলম যুদ্ধা, বেখেয়ালি।
কলমের যে নেই মৃত্যুর ভয়।
বারবার তাকেই জাগতে হয়।
জাগ্রত করতে হয় মানুষের মৃত প্রাণ।
কলমের কালি কি করে ধরে রাখবে।
সে কি তোমার দাস?
নাকি তুমি তার স্বাধীনতা কিনে নিয়েছো।
কলম কি বিক্রয় হয়?
না কলমের বিবেক তোমাদের মতো মৃত?
কবির কলম থামেনা কোনদিন।
ভয় করেনা সে মৃত্যুকে।
আর কতো মানুষের বিবেক থামিয়ে রাখার
মিথ্যা প্রচেষ্টা চালাবে তোমরা।
আর কতো কলমের গতি থামাতে।
খুন দিয়ে মাখিয়ে দিবে কলমের দেহ।
বারবার কেনো এই মিছে প্রচেষ্টা তোমাদের।
কলমের মুখে তালা।
কলমের পায়ে শিকল।
কখনো কি দিতে পেরেছে কেউ?
তোমাদের এই মিথ্যা অহংকার।
কাপুরুষের মতো চিৎকার।
আর মিথ্যা কথা প্রচার।
ত্রাসের যে ভয়াল থাবা।
তা কি আটকাতে পারবে কলমের গতি?
কলমের যে আছে অদম্য সাহস।
তা কি করে আটকাবে তোমরা?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
======
কলমের দেহে আঘাত করে।
বন্ধ করতে চাও কলমের কালি।
কলম যে থামেনা।
কলম যুদ্ধা, বেখেয়ালি।
কলমের যে নেই মৃত্যুর ভয়।
বারবার তাকেই জাগতে হয়।
জাগ্রত করতে হয় মানুষের মৃত প্রাণ।
কলমের কালি কি করে ধরে রাখবে।
সে কি তোমার দাস?
নাকি তুমি তার স্বাধীনতা কিনে নিয়েছো।
কলম কি বিক্রয় হয়?
না কলমের বিবেক তোমাদের মতো মৃত?
কবির কলম থামেনা কোনদিন।
ভয় করেনা সে মৃত্যুকে।
আর কতো মানুষের বিবেক থামিয়ে রাখার
মিথ্যা প্রচেষ্টা চালাবে তোমরা।
আর কতো কলমের গতি থামাতে।
খুন দিয়ে মাখিয়ে দিবে কলমের দেহ।
বারবার কেনো এই মিছে প্রচেষ্টা তোমাদের।
কলমের মুখে তালা।
কলমের পায়ে শিকল।
কখনো কি দিতে পেরেছে কেউ?
তোমাদের এই মিথ্যা অহংকার।
কাপুরুষের মতো চিৎকার।
আর মিথ্যা কথা প্রচার।
ত্রাসের যে ভয়াল থাবা।
তা কি আটকাতে পারবে কলমের গতি?
কলমের যে আছে অদম্য সাহস।
তা কি করে আটকাবে তোমরা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৪/২০১৮খুব সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ০৬/০৩/২০১৮ভাল লেখা।।
-
মো : আবুল হোসেন ০৫/০৩/২০১৮দারুণ!
-
জসিম মাহমুদ ০৪/০৩/২০১৮ভালো লাগলো
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৪/০৩/২০১৮সুন্দর!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৩/২০১৮বেশ শক্তিমান লেখা । অনুভব সুগভীর ও বিস্তৃত পরিসর । ধন্যবাদ ।