দুটি কথা
দুটি কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দুটি প্রেম একাকার।
মনের মিলন হবার ,
বার বার তোমার চোখে কি যেনো খেলা করে।
বার বার তোমার পাশে আসি।
বার বার তোমার চুলে রাখি হাত।
তোমার চুলের মাদকতা বার বার কাছে টানে।
দুটি মন বারবার একাকার হয়।
পাশাপাশি হাত ধরে রাস্তায় হাটিবার সময়।
বারবার মনে হয়।
যেনো শেষ না হয় এই সময়।।
নীল আকাশ,
তোমার হাতে আমার হাত।
তোমার চিবুকে আমার চুম্বন।
তোমার চুলের মাদকতা
সর্গ হতে আসা শরাবের মতো মনে হয় যেনো।
তোমার নীল চোখে কি তৃষ্ণা দেখে মন।
তোমার ঠোট আমার ঠোটে স্পর্শ করে যখন।
তোমার হাতে আমার হাত।
তোমার কানের দুল, কেশের ফুল।
কি মধুর সে স্পর্শ।
দুটি কথা তোমার।
বার বার কানের কাছে সুরের মতো লাগে আমার।
আমি তোমাকে ভালোবাসি।
তুমি শুধু আমার।
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দুটি প্রেম একাকার।
মনের মিলন হবার ,
বার বার তোমার চোখে কি যেনো খেলা করে।
বার বার তোমার পাশে আসি।
বার বার তোমার চুলে রাখি হাত।
তোমার চুলের মাদকতা বার বার কাছে টানে।
দুটি মন বারবার একাকার হয়।
পাশাপাশি হাত ধরে রাস্তায় হাটিবার সময়।
বারবার মনে হয়।
যেনো শেষ না হয় এই সময়।।
নীল আকাশ,
তোমার হাতে আমার হাত।
তোমার চিবুকে আমার চুম্বন।
তোমার চুলের মাদকতা
সর্গ হতে আসা শরাবের মতো মনে হয় যেনো।
তোমার নীল চোখে কি তৃষ্ণা দেখে মন।
তোমার ঠোট আমার ঠোটে স্পর্শ করে যখন।
তোমার হাতে আমার হাত।
তোমার কানের দুল, কেশের ফুল।
কি মধুর সে স্পর্শ।
দুটি কথা তোমার।
বার বার কানের কাছে সুরের মতো লাগে আমার।
আমি তোমাকে ভালোবাসি।
তুমি শুধু আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সাখাওয়াত হোসেন ১৮/০২/২০১৮দারুন!!!
-
মোঃ ফাহাদ আলী ১৭/০২/২০১৮দুটি মনের একটি কথা ভালোবাসি ভালোবাসি।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০২/২০১৮বেশ হয়েছে,ধন্যবাদ প্রিয় কবি,...
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০২/২০১৮বেশ লাগলো।