৪জি সমাচার ও আসল প্রকৃতি
দেশে ৪জি এসে গেছে। শুনলাম সব টেলিকম কোম্পানি ৪জির জন্য আবেদন করেছে। কথা সেটা না। আসল কথা হল গ্রামীণ বলে তারা সব স্থানে উচ্চ গতি সম্পন্ন, এয়ারটেল
বলে বন্ধুদের নেটওয়ার্ক। সব জায়গাতে ৩জি। ভিডিও কলিং এর বিজ্ঞাপন ও চটকদার।
রবিও সেই দাবি কম করেনি। বাংলালিংক বলেছে আরো বেশি।
আসলে তারা সব জায়গাতে কেমন দেয় স্পিড? ৩জি আসল ৩জি কেমন? ৪জি আসলে কেমন? আসুন একটু জানি।
জানুন 2G, 3G, 3.5 4 জি এসবের মানে কি ?
অনেকের অনেকের হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে 3G,
3.5g, 3.9G এসব কি, আসলে আমাদের দেশে 2G থেকে
3G প্রথম
তো তাই ঘুরপাক খাওয়া স্বাভাবিক তবে জেনে
অবাক হবেন পৃথিবীর কয়েকটি দেশে ইতি মধ্য 4G বা
LTE চালু হয়ে গিয়েছে, যাহোক 2G, 3G, 4G, LTE
প্রযুক্তি ও এর গতিসীমা নিয়ে কিছু তথ্য আপনাদের
সামনে তুলে ধরা হল।
3g :...
► 2G = GSM (Global System for
Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল
► 2.5G = GPRS (General Packet Radio
Service) জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস
* জিপিআরএস প্রতি সেকেন্ডে 56-114 kbit
ডাটা প্রদান করতে সক্ষম
► 2.75G = EDGE (Enhanced Data Rate
for GSM Evolution) উন্নত ডাটা রেট GSM
বিবর্তনের জন্য
EDGE : প্রতি সেকেন্ডে 400kbit পর্যন্ত
ডাটা প্রদান করতে সক্ষম।
► 3G = (Third Generation) তৃতীয়
প্রজন্মের ইন্টারনেট সেবা।
যা WCDMA-(UMTS) প্রযুক্তির
মাধ্যমে পরিচালনা করা হয়,
WCDMA = (Wideband Code Division
Multiple Access) ওয়াইডব্যান্ড কোড
ডিভিশন মাল্টিপল অ্যাকসেস
* যার গতি EDGE চেয়ে বেশী
► 3.5G
HSDPA (High Speed Downlink Packet
Access) হাই স্পিড ডাউনলিংক প্যাকেট
অ্যাক্সেস,
HSDPA এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mbit
ডাটা পাওয়া সম্ভব
HSUPA (High Speed Uplink Packet
Access) হাই স্পিড আপলিংক প্যাকেট
এক্সেস
HSUPA প্রতি সেকেন্ডে 5.8 mbit আপলোড
স্পীড পাওয়া যায়।
► 3.75G
HSPA (High Speed Packet Access) হাই
স্পিড প্যাকেট এক্সেস
HSPA
প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 21থেকে 28
mbit স্পিড পাওয়া সম্ভব
Lte :
► 3.8G, 3.85G, 3.9G (Pre-4G)
HSPA+ (Evolved High Speed Packet
Access) প্রসূত হাই স্পিড প্যাকেট এক্সেস
HSPA+ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mbit
পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব।
► 4G = (Fourth Generation) চতুর্থ
প্রজন্ম
LTE (Long Term Evolution) দীর্ঘ
মেয়াদী বিবর্তন
LTE প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 299.6 Mbit
পর্যন্ত গতি পাওয়া সম্ভব .
আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান
করেন তবে আপনার মোবাইলে 3g
লেখা দেখাবে,
আপনি যদি 3.5g বা 3.75G নেটওয়ার্ক
এলাকায়
অবস্থান করেন তবে আপনার মোবাইলে H
লেখা দেখাবে, আর আপনি যদি 3.8G বা 3.9G
নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন
তবে আপনার
মোবাইলে H+ লেখা দেখাবে
3.5G হলো HSDPA (High Speed Downlink Packet Access) হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mbit ডাটা পাওয়া সম্ভব। এবং HSUPA (High Speed Uplink Packet Access) হাই স্পিড আপলিংক প্যাকেট এক্সেস এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 5.8 mbit আপলোড স্পীড পাওয়া যায়।
3.7G হলো HSPA (High Speed Packet Access) হাই স্পিড প্যাকেট এক্সেস যার মাধ্যমে প্রতি সেকেন্ডে 21থেকে 28 mbit স্পিড পাওয়া সম্ভব।
আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে 3G লেখা দেখাবে, আপনি যদি 3.5G বা 3.7G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H লেখা দেখাবে, আর আপনি যদি 3.8G বা 3.9G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H+ লেখা দেখাবে।
3.9G হলো Pre-4G যা HSPA+(Evolved High Speed Packet Access) প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mbit পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব। এরপরে আর নেই, এরপরে যেতে হলে আপনাকে পাকাপাকিভাবে 4Gতে চলে যেতে হবে, যেটি এখনও বাংলাদেশে চালু হয়নি।
আমাদের ২জি ৩ জি এর কথন ♦♦
আমরা যে ৩জির ডাটা ব্যবহার করি। তা কি আমাদের সেই সুবিধা দেয়? যা আমাদের দেয়ার দরকার ছিল। আসুন কিছু বাস্তব চিত্র দেখি।
গ্রামীণ ফোন # আপনি ১.৫জি বি ডাটা ক্রয় করলেন। আপনাকে প্রথমে হয়তো কিছু স্পিড দিলো। কিন্তু ৪০% ডাটা শেষ তার পর থেকে
স্পিড কমা শুরু হবে। ৫০% যখন শেষ হবে তখন ২জিও পাবেন না।
৬০% ডাটা যখন শেষ তখন এটি ২, ১০, ৫, ১,, ২, ১, কে বি পি এস স্পিড। তার পর হবে ০.২ এবং ০.৬৭ ও ০.৮৯ কে বি পি এস
স্পিড। এটা জামালপুর। ময়মনসিংহ এর শহরেই হয়।
এয়ারটেল ##
তাদের স্পিডের কথা বলতে গেলে লজ্জা লাগে।
এতো খারাপ অবস্থা।
বাংলানিংক #
ময়মনসিংহ এর গুলকিবাড়ি, আরো অনেক জায়গাতে
তো নেটওয়ার্ক ই নাই।
ইন্টারনেট কি চালাবেন?
ভালো করে কথা বলা যায় না। সিমের নেটওয়ার্ক ই থাকে না।
একটা কাহিনী বলি। সত্য।বিশ্বাস করা আপনার ব্যাপার।
আমি বাংলালিংক সিম কোম্পানি তে কাস্টমার কেয়ারে কথা বলছি।
হ্যালো (সালাম দিলাম)
আমি* ভাইয়া আমার নেট স্পিড ভালো পাচ্ছি না। আমি ৩জি ডাটা ব্যবহার করছি। সেটিংস ৩জি করেছি। সিম ১ নাম্বার খাজে
বসিয়েছি। বলুন কি করবো।
কা :সে;***
অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কি সমস্যা তা দেখে নেই।
২মিনিট পর
আপনি ৩জি কবারেজের বাহিরে আছেন।
তাই স্পিড নাই।
আমি**ভাইয়া জামালপুর সদর, শহর এলাকা ৩জির আওতা ভুক্ত কি?
কা সে♦♦জি। জামালপুর শহর৩ জির আওতাভুক্ত।
আমি**ভাইয়া তাহলে আমি কোথায়?
আমি তো শহরেই।
কা সে::♦♦ আপনি শহরে নাই।
আপনি শহরের কাবারেজ থেকে বাহিরে আছেন।
আমি ♦না ভাইয়া আমি শহরেই।
কা সে♦♦♦না আপনি বাহিরে দেখাচ্ছে।
আপনার কভারেজ শহরে নাই।
আমি ##আমি এখন কোথায় জানেন?
পৌরসভা অফিসের সামনে।
পৌরসভা অফিস ই পৌরসভার বাহিরে।
নতুন তথ্য শুনাইলেন।
আরো একদিন জি পি ফোন করেছি।
বাংলালিংক কে শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মন্দির এর সামনে
থেকেও ফোন দিয়েছি।
একই উত্তর।
আমি নাকি শহরেই নাই।।।
হায় ত্রি জি।
হায় ৪জি
সবচাইতে কষ্ট হল। কয়দিন ধরে ব্লগ লেখিতেছি একটা ছবিও আপলোড করতে পারলাম না। এই স্পিড নাই। বার বার ব্রাউজার শুধু ব্রাউজ করে। লোডিং লোডিং।
বলে বন্ধুদের নেটওয়ার্ক। সব জায়গাতে ৩জি। ভিডিও কলিং এর বিজ্ঞাপন ও চটকদার।
রবিও সেই দাবি কম করেনি। বাংলালিংক বলেছে আরো বেশি।
আসলে তারা সব জায়গাতে কেমন দেয় স্পিড? ৩জি আসল ৩জি কেমন? ৪জি আসলে কেমন? আসুন একটু জানি।
জানুন 2G, 3G, 3.5 4 জি এসবের মানে কি ?
অনেকের অনেকের হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে 3G,
3.5g, 3.9G এসব কি, আসলে আমাদের দেশে 2G থেকে
3G প্রথম
তো তাই ঘুরপাক খাওয়া স্বাভাবিক তবে জেনে
অবাক হবেন পৃথিবীর কয়েকটি দেশে ইতি মধ্য 4G বা
LTE চালু হয়ে গিয়েছে, যাহোক 2G, 3G, 4G, LTE
প্রযুক্তি ও এর গতিসীমা নিয়ে কিছু তথ্য আপনাদের
সামনে তুলে ধরা হল।
3g :...
► 2G = GSM (Global System for
Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল
► 2.5G = GPRS (General Packet Radio
Service) জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস
* জিপিআরএস প্রতি সেকেন্ডে 56-114 kbit
ডাটা প্রদান করতে সক্ষম
► 2.75G = EDGE (Enhanced Data Rate
for GSM Evolution) উন্নত ডাটা রেট GSM
বিবর্তনের জন্য
EDGE : প্রতি সেকেন্ডে 400kbit পর্যন্ত
ডাটা প্রদান করতে সক্ষম।
► 3G = (Third Generation) তৃতীয়
প্রজন্মের ইন্টারনেট সেবা।
যা WCDMA-(UMTS) প্রযুক্তির
মাধ্যমে পরিচালনা করা হয়,
WCDMA = (Wideband Code Division
Multiple Access) ওয়াইডব্যান্ড কোড
ডিভিশন মাল্টিপল অ্যাকসেস
* যার গতি EDGE চেয়ে বেশী
► 3.5G
HSDPA (High Speed Downlink Packet
Access) হাই স্পিড ডাউনলিংক প্যাকেট
অ্যাক্সেস,
HSDPA এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mbit
ডাটা পাওয়া সম্ভব
HSUPA (High Speed Uplink Packet
Access) হাই স্পিড আপলিংক প্যাকেট
এক্সেস
HSUPA প্রতি সেকেন্ডে 5.8 mbit আপলোড
স্পীড পাওয়া যায়।
► 3.75G
HSPA (High Speed Packet Access) হাই
স্পিড প্যাকেট এক্সেস
HSPA
প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 21থেকে 28
mbit স্পিড পাওয়া সম্ভব
Lte :
► 3.8G, 3.85G, 3.9G (Pre-4G)
HSPA+ (Evolved High Speed Packet
Access) প্রসূত হাই স্পিড প্যাকেট এক্সেস
HSPA+ প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mbit
পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব।
► 4G = (Fourth Generation) চতুর্থ
প্রজন্ম
LTE (Long Term Evolution) দীর্ঘ
মেয়াদী বিবর্তন
LTE প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 299.6 Mbit
পর্যন্ত গতি পাওয়া সম্ভব .
আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান
করেন তবে আপনার মোবাইলে 3g
লেখা দেখাবে,
আপনি যদি 3.5g বা 3.75G নেটওয়ার্ক
এলাকায়
অবস্থান করেন তবে আপনার মোবাইলে H
লেখা দেখাবে, আর আপনি যদি 3.8G বা 3.9G
নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন
তবে আপনার
মোবাইলে H+ লেখা দেখাবে
3.5G হলো HSDPA (High Speed Downlink Packet Access) হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mbit ডাটা পাওয়া সম্ভব। এবং HSUPA (High Speed Uplink Packet Access) হাই স্পিড আপলিংক প্যাকেট এক্সেস এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 5.8 mbit আপলোড স্পীড পাওয়া যায়।
3.7G হলো HSPA (High Speed Packet Access) হাই স্পিড প্যাকেট এক্সেস যার মাধ্যমে প্রতি সেকেন্ডে 21থেকে 28 mbit স্পিড পাওয়া সম্ভব।
আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে 3G লেখা দেখাবে, আপনি যদি 3.5G বা 3.7G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H লেখা দেখাবে, আর আপনি যদি 3.8G বা 3.9G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H+ লেখা দেখাবে।
3.9G হলো Pre-4G যা HSPA+(Evolved High Speed Packet Access) প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mbit পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব। এরপরে আর নেই, এরপরে যেতে হলে আপনাকে পাকাপাকিভাবে 4Gতে চলে যেতে হবে, যেটি এখনও বাংলাদেশে চালু হয়নি।
আমাদের ২জি ৩ জি এর কথন ♦♦
আমরা যে ৩জির ডাটা ব্যবহার করি। তা কি আমাদের সেই সুবিধা দেয়? যা আমাদের দেয়ার দরকার ছিল। আসুন কিছু বাস্তব চিত্র দেখি।
গ্রামীণ ফোন # আপনি ১.৫জি বি ডাটা ক্রয় করলেন। আপনাকে প্রথমে হয়তো কিছু স্পিড দিলো। কিন্তু ৪০% ডাটা শেষ তার পর থেকে
স্পিড কমা শুরু হবে। ৫০% যখন শেষ হবে তখন ২জিও পাবেন না।
৬০% ডাটা যখন শেষ তখন এটি ২, ১০, ৫, ১,, ২, ১, কে বি পি এস স্পিড। তার পর হবে ০.২ এবং ০.৬৭ ও ০.৮৯ কে বি পি এস
স্পিড। এটা জামালপুর। ময়মনসিংহ এর শহরেই হয়।
এয়ারটেল ##
তাদের স্পিডের কথা বলতে গেলে লজ্জা লাগে।
এতো খারাপ অবস্থা।
বাংলানিংক #
ময়মনসিংহ এর গুলকিবাড়ি, আরো অনেক জায়গাতে
তো নেটওয়ার্ক ই নাই।
ইন্টারনেট কি চালাবেন?
ভালো করে কথা বলা যায় না। সিমের নেটওয়ার্ক ই থাকে না।
একটা কাহিনী বলি। সত্য।বিশ্বাস করা আপনার ব্যাপার।
আমি বাংলালিংক সিম কোম্পানি তে কাস্টমার কেয়ারে কথা বলছি।
হ্যালো (সালাম দিলাম)
আমি* ভাইয়া আমার নেট স্পিড ভালো পাচ্ছি না। আমি ৩জি ডাটা ব্যবহার করছি। সেটিংস ৩জি করেছি। সিম ১ নাম্বার খাজে
বসিয়েছি। বলুন কি করবো।
কা :সে;***
অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কি সমস্যা তা দেখে নেই।
২মিনিট পর
আপনি ৩জি কবারেজের বাহিরে আছেন।
তাই স্পিড নাই।
আমি**ভাইয়া জামালপুর সদর, শহর এলাকা ৩জির আওতা ভুক্ত কি?
কা সে♦♦জি। জামালপুর শহর৩ জির আওতাভুক্ত।
আমি**ভাইয়া তাহলে আমি কোথায়?
আমি তো শহরেই।
কা সে::♦♦ আপনি শহরে নাই।
আপনি শহরের কাবারেজ থেকে বাহিরে আছেন।
আমি ♦না ভাইয়া আমি শহরেই।
কা সে♦♦♦না আপনি বাহিরে দেখাচ্ছে।
আপনার কভারেজ শহরে নাই।
আমি ##আমি এখন কোথায় জানেন?
পৌরসভা অফিসের সামনে।
পৌরসভা অফিস ই পৌরসভার বাহিরে।
নতুন তথ্য শুনাইলেন।
আরো একদিন জি পি ফোন করেছি।
বাংলালিংক কে শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মন্দির এর সামনে
থেকেও ফোন দিয়েছি।
একই উত্তর।
আমি নাকি শহরেই নাই।।।
হায় ত্রি জি।
হায় ৪জি
সবচাইতে কষ্ট হল। কয়দিন ধরে ব্লগ লেখিতেছি একটা ছবিও আপলোড করতে পারলাম না। এই স্পিড নাই। বার বার ব্রাউজার শুধু ব্রাউজ করে। লোডিং লোডিং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রাসেল প্রধান ০৭/০২/২০১৮ভাল লাগল
-
মধু মঙ্গল সিনহা ০৩/০২/২০১৮ধন্যবাদ প্রিয় কবি,অনেক কিছু জানলাম।
-
দীপঙ্কর বেরা ০২/০২/২০১৮অনেক কিছু জানলাম
-
রেজাউল রেজা (নীরব কবি) ০২/০২/২০১৮অনেক মূল্যবান কথা জানতে পারলাম।
ধন্যবাদ আপনাকে। -
সাইয়িদ রফিকুল হক ৩১/০১/২০১৮কথা সত্য।
-
কাজী জুবেরী মোস্তাক ৩১/০১/২০১৮অজানাকে জানা হলো